Monday, November 10, 2025

নির্বাচনের আগে আচমকাই অসুস্থ কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী! চিন্তায় JDS নেতা-কর্মীরা

Date:

কর্নাটকে বিধানসভা নির্বাচন (Karnataka Assembly Election) হতে আর হাতে গোনা সপ্তাহ দুয়েক বাকি। ইতিমধ্যে সমস্ত আসনে প্রার্থী ঘোষণাও করেছে দল। জোরকদমে চলছে প্রচার। আর এমন পরিস্থিতিতে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও জেডিএস নেতা এইচডি কুমারস্বামী (HD Kumaraswamy)। জানা গিয়েছে, জ্বরের পাশাপাশি প্রবল শারীরিক ক্লান্তি ও দুর্বলতা নিয়ে তিনি শনিবার হাসপাতালে ভর্তি হন। জেডিএস সুপ্রিমো (JDS Supremo) বর্তমানে বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে (Bengaluru Manipal Hospital) চিকিৎসাধীন। তবে হাসপাতাল সুত্রে খবর, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। আর আচমকাই নির্বাচনের আগে জেডিএস সুপ্রিমোর অসুস্থতায় চিন্তিত হয়ে পড়েন তাঁর দলের নেতা-কর্মীরা।

পরিবার সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই শরীর খারাপ ছিল কুমারস্বামীর। শনিবার দুপুর থেকে প্রবল জ্বর আসে। তারপরই শনিবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে হাসপাতালের তরফে জানানো হয়েছে, অস্বাভাবিক ক্লান্তি এবং সামগ্রিক দুর্বলতা থাকলেও বর্তমানে জ্বর নেই তাঁর। প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা করা হয়েছে। আপাতত তাঁকে ওষুধের মাধ্যমে স্থিতিশীল রাখা হয়েছে। দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি।

উল্লেখ্য, আগামী ১০ মে কর্নাটকে বিধানসভা নির্বাচন। ১৩ মে ফলপ্রকাশ হবে। দক্ষিণ ভারতের রাজ্যের নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে কংগ্রেস (Congress), বিজেপি (BJP) ও জেডিএস (JDA)-এর মধ্যে। ২০১৮ সালে নির্বাচনের ফল প্রকাশের পর কর্নাটকের ক্ষমতা দখল নিয়ে টান টান নাটকের সাক্ষী ছিল গোটা দেশ। শেষমেশ কংগ্রেসের সমর্থনে সরকার গড়ে জেডিএস। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন কুমারস্বামী। কিন্তু সেই সরকার মেয়াদ পূর্ণ করতে পারেনি। জেডিএস-কংগ্রেসের সরকার ফেলে বিজেপি সরকার গঠন করে কর্নাটকে। ২২৪ আসনের কয়েকটি বাদে বাকি আসনে প্রার্থী দিয়েছে জেডিএস। কুমারস্বামী নিজে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছান্নাপাটান্না বিধানসভা কেন্দ্র থেকে।

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version