Saturday, August 23, 2025

“ট্যুইট নয় মুখোমুখি লড়ুন, ডেট-টাইম ফিক্স করুন”, নন্দীগ্রামে শুভেন্দুকে চ্যালেঞ্জ মদনের

Date:

এবার নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে ওপেন চ্যালেঞ্জ দিলেন মদন মিত্র। দলবদলু বিজেপি নেতার উদ্দেশ্যে তৃণমূলের বর্ষীয়ান নেতা বলেন, ট্যুইটে বাকযুদ্ধ বন্ধ করে বাজারে নেমে মুখোমুখি লড়ুন, কবে লড়বেন কোথায় লড়বেন ডেট আর টাইম ফিক্স করুন। মদনের কথায়, “আগে টুইট ধনকড় টুইট করতে করতে উপরাষ্ট্রপতি হয়ে গেছেন। টুইট বাদ দিন। টুইট না সুইট! নন্দীগ্রামে বাজারে নামুন। কবে লড়বেন? কোথায় লড়বেন ? তারিখ ও সময় জানিয়ে দেবেন? মায়ের দুধ খেলে একদিন লড়াই হবে।”

আজ, রবিবার নন্দীগ্রামে তৃণমূলের একটি কর্মসূচিতে যোগ দেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, “এখান থেকে আমি নন্দীগ্রামের মাটি নিয়ে যাচ্ছি। এই মাটির তিলক কপালে লাগিয়ে প্রত্যেকদিন বাড়ি থেকে বেরোবো। যতদিন না পর্যন্ত শুভেন্দু অধিকারীকে প্রাক্তন বিরোধী দলনেতা আর প্রাক্তন বিধায়ক বানাতে পারি, ততদিন পর্যন্ত নন্দীগ্রামের মাটির তিলক করবো।”

শুভেন্দুকে গদ্দার-মীরজাফর আখ্যা দিয়ে মদন মিত্র বলেন, এ রাজ্যে একমাত্র মুর্শিদাবাদ ছিল, যেখানে বেইমানির জন্য ভারতবর্ষে ২০০ বছর ইস্টইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠা হয়েছিল। তেমনি নন্দীগ্রামের মাটিতে কয়েকজনের বেইমানির জন্য আজ রাজ্যে বিজেপির এত বাড়বাড়ন্ত আর দাদাগিরি। মানুষের সমর্থন ছাড়া এই গুন্ডাগিরি চালাচ্ছে বিজেপির হার্মাদরা। যতদিন পর্যন্ত শুভেন্দু অধিকারী, প্রাক্তন বিরোধী দলনেতা না হন, প্রাক্তন বিধায়ক না হন ততদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী গোষ্ঠী সংঘর্ষ ভুলে রক্ত দিয়ে জন সংযোগের অঙ্গীকার করবে।

এদিন নন্দীগ্রামের মাটি থেকে মদন মিত্রের গলায় উঠে আসে নারদা সারদা প্রসঙ্গ। শুভেন্দুকে বিঁধে মদন মিত্র বলেন, “শুভেন্দু সাংবাদিক সম্মেলন করে স্বীকার করেছেন নারদা থেকে টাকা নিয়েছেন। তারপরেও তার বাড়িতে চিঠি গেল না, কিন্তু শিরদাঁড়া বিক্রি করিনি বলে আমার বাড়িতে চিঠি গেল।”

আরও পড়ুন- যু.দ্ধ-বিধ্বস্ত সুদান থেকে সড়কপথে ভারতীয়দের ফেরাতে তৎপর দিল্লি

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version