Wednesday, December 17, 2025

অমৃতপালকে পাঞ্জাব ও দিল্লির জেল ছেড়ে কেন পাঠানো হল ডিব্রুগড়ে?

Date:

খলিস্তানি নেতা অমৃতপাল সিংকে পাঞ্জাবের মোগা থেকে গ্রেফতার করা হলেও তাঁকে দিল্লি বা পাঞ্জাবের কোনও জেলে না রেখে নিয়ে যাওয়া হচ্ছে সূদুর অসমে। কিন্তু কেন? তাঁর সহযোগীদেরও কেনই বা সেখানেই বন্দি রাখা হয়েছে?

আরও পড়ুন:অবশেষে গ্রে*ফতার অমৃতপাল সিং, নিয়ে যাওয়া হচ্ছে অসমে

৩৬ দিন পলাতক থাকার পর অবশেষে রবির সকালে নিজেই পাঞ্জাবের পুলিশের কাছে গ্রেফতার হয়েছেন অমৃতপাল।যদিও পাঞ্জাবের পুলিশ তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করলেও একাধিক সূত্রের দাবি নিজেই আত্মসমর্পণ করেছেন খলিস্তানি নেতা।পাঞ্জাবের পুলিশের আই জি সিখচেইন সিংহ গিল বলেন, “রবিবার সকাল পৌনে ৭টা নাগাদ মোগার রোড় গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে অমৃতপালকে। তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গোটা গ্রাম ঘিরে ফেলেছিল। ফলে ওঁর হাতে আর কোনও বিকল্প পথ ছিল না। তাই বাধ্য হয়েই আত্মসমর্পণ করেছেন।”
তিনি আরও জানিয়েছেন, গ্রেফতারির পরই অমৃতপালকে অসমের ডিব্রুগড় সেন্ট্রাল জেলে পাঠানো হয়েছে। কিন্তু এখানেই উঠেছে প্রশ্ন নানা মহলে। কেন দিল্লির জেলে কঠোর নিরাপত্তার বেষ্ঠনী থাকা সত্ত্বেও ডিব্রুগড়ে পাঠানো হচ্ছে অমৃতপালকে? এ প্রসঙ্গে কী বলছে পুলিশ?

এ প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, পাঞ্জাব বা দিল্লির যে সমস্ত জায়গায় অমৃতপালকে পাঠানো সম্ভব ছিল, সেই সব জেলে বিভিন্ন রাজ্যের গ্যাংস্টার এবং তাঁদের শাগরেদরা বন্দি। তা ছাড়া, এই সব জেলে বন্দি বেশ কিছু গ্যাংস্টারের সঙ্গে খলিস্তানি সংগঠনের ভাল যোগাযোগ রয়েছে। ফলে ওই একই জেলে রাখলে খলিস্তানি নেতার পক্ষে আরও একটি চক্র তৈরির আশঙ্কা করছে পুলিশ। শুধু তাই-ই নয়, জেলের নিরাপত্তাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।তাই তাঁকে অসমে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।

 

 

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version