Thursday, November 13, 2025

দীর্ঘ ৩৬ দিন ধরে ফেরার থাকার পর খলিস্তানি নেতা অমৃতপাল সিং-কে গ্রেফতার করল পাঞ্জাবের মোগা পুলিশ।যদিও জানা যাচ্ছে, নিজেই আত্মসমর্পণ করেন খলিস্তানি নেতা। তারপর পুলিশ তাঁকে গ্রেফতার করে।জানা গেছে, আপাতত খলিস্তানি নেতাকে অসমে নিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন:লন্ডন যাওয়ার আগে বিমানবন্দরে আটক অমৃতপালের স্ত্রী, চলছে জেরা

রবিবার ভোরবেলা অমৃতপালকে গ্রেফতার করা হয় বলে খবর। মোগা পুলিশ এই গ্রেফতারির বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি। পুলিশ সূত্রে খবর, জাতীয় নিরাপত্তা আইনে অমৃতপালকে গ্রেফতার করা হয়েছে। আপাতত অমৃতপালকে অসমের ডিব্রুগড়ের জেলে স্থানান্তরিত করা হচ্ছে। সেখানে তাঁর অন্য সহকারীদেরও রাখা হয়েছে। অমৃতপালের দলের আরও আট সদস্যকে অসমের কারাগারে রাখা হয়েছে।

অমৃতপালের বিরুদ্ধে বিভিন্ন জাতির মধ্যে বৈষম্য ছড়ানো, খুনের চেষ্টা,পুলিশকে আক্রমণ এবং পুলিশের কাজে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। কয়েকটি সূত্র দাবি করছে, রবিবার ভোরে মোগা শহরের একটি গুরুদ্বারের সামনে অমৃতপাল নিজেই পুলিশের কাছে গিয়ে ধরা দেন। তার পর তাঁকে গ্রেফতার করে অমৃতসরে নিয়ে যাওয়া হয়। কিন্তু পুলিশের তরফে এই তথ্য এখনও নিশ্চিত করা হয়নি।

দিন কয়েক আগেই বিমানবন্দর থেকে অমৃতপালের স্ত্রী, কিরণদীপকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।তাঁর লন্ডন যাওয়া ভেস্তে দিয়ে কিরণদীপকে আটক করা হয়। তার মাঝেই ধরা পড়লেন খলিস্তানি নেতাও।
উল্লেখ্য, ১৮ মার্চ থেকে পুলিশের চোখে ধূলো দিয়ে একাধিকবার পালাতে সক্ষম হয়েছেন খলিস্তানি নেতা। কিছুতেই তাঁকে ধরতে পারছিল না পুলিশ। এমনকি, পুলিশকে ফাঁকি দিয়ে অমৃতপাল পাঞ্জাবের সীমানা পার করে রাজস্থানে পালিয়েছেন বলেও দাবি করছিলেন গোয়েন্দারা। তাঁদের তথ্যের ভিত্তিতে রাজস্থানের হনুমানগড় এবং গঙ্গানগর জেলায় চিরুনিতল্লাশি করা হয় অমৃতপালের খোঁজে। রবির সকালেও তাঁকে পুলিশ গ্রেফতার করেছে নাকি অমৃতপাল নিজের কথামত আত্মসমর্পণ করেছেন, তা এখনও স্পষ্ট নয়।

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version