Sunday, November 9, 2025

ভূস্বর্গে ‘পাঠান’! মন্নত ছেড়ে কাশ্মীরেই আস্তানা গড়লেন শাহরুখ

Date:

শ্রীনগরের মাল্টিপ্লেক্সে উপচে পড়া ভিড় প্রমাণ করে দিয়েছিল সত্যি কাশ্মীরের (Kashmir) কাছে ‘পাঠান’ (Pathan) বরাবর স্পেশাল। কিন্তু সে না হয় গেল সিনেমার কথা, বাস্তবে সিনেমার হিরো কি এতটাই জনপ্রিয় ভূস্বর্গে ? গুলমার্গ থেকে শুরু করে সোনমার্গ, পহেলগাঁও থেকে ডাল লেক সর্বত্রই বাদশা বন্দনা। কারণ কিং শাহরুখ খান (Shahrukh Khan) যে এখন কাশ্মীরে। মুম্বইয়ের মন্নত (Mannat) নয়, আগামী বেশ কিছুদিনের জন্য কাশ্মীরেই থাকছেন শাহরুখ খান (SRK)। কারণটা তাঁর ফ্যানেদের কাছে অবশ্য অজানা নয়। পরিচালক রাজকুমার হিরানির (Rajkumat Hirani) ‘ডাঙ্কি’ (Dunki) ছবির শুটিং করছেন পাঠান খান। আর তাই আপাতত সাদা বরফের চাদরে মোড়া কাশ্মীরের (Kashmir) সঙ্গে নিজের রোমান্টিক স্টাইলে কেমিস্ট্রি গড়তে ব্যস্ত শাহরুখ।

‘পাঠান’ ছবির সাফল্য প্রমাণ করে দিয়েছে ৫৭ বছরেও জনপ্রিয়তা এতোটুকু কমেনি। বরং শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার ডায়লগ অনুযায়ী আরও বেশ কিছু বছর দাপিয়ে ব্যাটিং করতে হবে তাঁকে। প্রায় সাড়ে চার বছর পর কামব্যাক করায় দর্শকরা ভালোবাসা উজাড় করে দিয়েছেন। শাহরুখও প্রমাণ করেছেন তিনি ফুরিয়ে যাননি। এবার ব্যাক টু ব্যাক দুটো ছবির আশায় তাঁর ফ্যানেরা। এই বছরের মাঝামাঝি সময়ে ‘ জওয়ান’ মুক্তি পাওয়ার কথা আছে। তবে ‘ডাঙ্কি’ নিয়ে আলাদা উন্মাদনা রয়েছে বাদশা অনুরাগীদের মনে। এই ছবিতে পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে প্রথমবার কাজ করছেন শাহরুখ খান। সিনে ঘোষণার টিজার থেকেই উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে। আপাতত জোর কদমে চলছে কাশ্মীরে শুটিং। তাপসি পান্নুও (Taapsee Pannu) রয়েছেন সেখানেই। ভূস্বর্গে শাহরুখ খানের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। এত কাছ থেকে কিং খানকে দেখে আবেগে আপ্লুত তাঁরাও।

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version