Friday, August 22, 2025

এক মাসের মধ্যে কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) মোট দুটি চিতার মৃত্যুর (Cheetah death) খবর সামনে এল। ২৭ শে মার্চ এই জাতীয় উদ্যানে সাশা নামে একটি চিতার মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে একমাসের মধ্যে আরও এক চিতা মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) । এবারও এক পুরুষ চিতার (Male Cheetah) মৃত্যু হয়েছে বলে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বন বিভাগের মুখ্য পর্যবেক্ষক জে.এস চৌহান (J S Chauhan) জানিয়েছেন।

রবিবার সকালে চিতাটিকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। চিকিৎসা শুরু করা হলেও শেষপর্যন্ত প্রাণীটিকে বাঁচানো সম্ভব হয়নি । গতকাল বিকেল নাগাদ চিতাটির মৃত্যু হয় বলেই জাতীয় উদ্যান সূত্রে নিশ্চিত করা হয়েছে । যদিও চিতাটির অসুস্থ হয়ে পড়া বা মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। এখন মোট চিতার সংখ্যা দাঁড়ালো ১৮। দক্ষিণ আফ্রিকার নামিবিয়া থেকে চিতাটিকে আনা হয়েছিল। উদ্যানে থাকাকালীন সে অসুস্থ হয়ে পড়ে বলে জানা যায়। এর আগে মার্চ মাসে সাশার মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। এক মাসের মধ্যে দুটি চিতার মৃত্যু ঘিরে রহস্য এবং উদ্বেগ দুই-ই বাড়ছে। ১৯৫২ সালেই ভারতের মাটি থেকে বিলুপ্ত হয়ে যায় চিতা। তারপর দেশে পুনরায় চিতা ফিরিয়ে আনার লক্ষ্যে দীর্ঘ সাত দশক পর নামিবিয়া থেকে নিয়ে আসা হয় চিতাশাবক। গত বছর ৮টি চিতা আসে। বছর আরও ১২টি চিতা দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসা হয় এবং তাদেরও মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে রাখা হয়েছে । তবে জাতীয় উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা ঘিরে গত কয়েক মাস ধরে একাধিকবার প্রশ্ন উঠেছে। প্রায়ই কুনো জাতীয় উদ্যান থেকে চিতা পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। যার ফলে চিন্তায় পড়েছেন এলাকার সাধারণ মানুষ। এবার এক মাসের মধ্যে দুই চিতার মৃত্যুতে একাধিক প্রশ্ন উঁকি দিচ্ছে।

 

Related articles

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...
Exit mobile version