Friday, August 22, 2025

নিজের ভোট নিজে দিন, শুধু নয় এবার নিজের প্রার্থী নিজে বাছুন- এই বার্তা নিয়েই তৃণমূলে নব জোয়ার কর্মসূচি অন্তর্গত জনসংযোগ যাত্রা শুরু করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ কোচবিহারে (Cochbhear) পৌঁছন অভিষেক। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে মঙ্গলবার। তবে সোমবারই তার সুর বেঁধে দিলেন অভিষেক। রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক জানান, এই অভিনব কর্মসূচিতে বাংলার মানুষ নিজেদের প্রার্থী নিজেরাই বেছে দিতে পারবেন।

স্বচ্ছ, রক্তপাতহীন নির্বাচন করাই লক্ষ্য। আর সেটা তখনই সম্ভব যখন ভালো মানুষ প্রার্থী হবেন- মত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায়, এত বড় অভিনব কর্মসূচি বাংলা কেন ভারতেও এর আগে কোথাও কখনো নেওয়া হয়নি। বাংলার মানুষের ঘরে ঘরে এগিয়ে জানতে চাওয়া হবে, তাঁরা প্রার্থী হিসেবে কাকে চাইছেন। এই অভিনব প্রক্রিয়া আগামী দিনে দেশকে পথ দেখাবে বলে মত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কোচবিহার থেকে যাত্রা শুরু করছেন অভিষেক। বামনহাটা একেবারে বাংলাদেশ সীমান্ত লাঘোয়া একটি গ্রাম সেখানেই সোমবার রাতে তাঁবুতে থাকবেন। কোচবিহার থেকেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কর্মসূচি শুরু হবে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক প্রসঙ্গে অভিষেক বলেন, “মুখ্যমন্ত্রীদের সাক্ষাৎ ও আলোচনা করা স্বাভাবিক। দুই মুখ্যমন্ত্রী বসে আলোচনা করতে পারেন কীভাবে ভবিষ্যতে পরিস্থিতি মোকাবেলা করা যায়।”

কোচবিহারে পৌঁছনোর পর এবিএন কলেজ মাঠ থেকে হেঁটেই মদন মোহন মন্দিরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাস্তা দু’ধারে জনতা তাঁকে বিপুল উৎসাহে স্বাগত জানায়। এরপর মদন মোহন মন্দিরে পুজো দিয়ে বামনহাটার উদ্দেশ্যে রওনা দেন অভিষেক। রাতে সেখানেই থাকবেন তিনি। কোচবিহারে তিন দিন। তারপর আলিপুরদুয়ার। তারপর জলপাইগুড়ি যাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

 

 

 

Related articles

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...

কৌশিকী অমাবস্যার প্রার্থনায় ফললাভ, তারাপীঠে লক্ষাধিক ভক্ত সমাগমে জোরদার নিরাপত্তা 

আদ্যাশক্তির বিশেষ প্রকাশে খুলে যাবে স্বর্গ নরকের দরজা! আজ কৌশিকী অমাবস্যায় (Kaushiki Amavasya) সাধক থেকে পুণ্যার্থী, পর্যটক থেকে...
Exit mobile version