Monday, August 25, 2025

অভিষেককে জিজ্ঞাসাবাদের বিষয় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ বাড়াল শীর্ষ আদালত

Date:

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Bandyopadhyay) জিজ্ঞাসাবাদের বিষয় হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court)। নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) চিঠির প্রেক্ষিতে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জিজ্ঞাসাবাদের বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ছাড়পত্র দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)। তার উপর আগেই স্থগিতাদেশ জারি করেছিল শিশু আদালত এবার তার মেয়াদ বাড়ানো হল। মামলাটির পরবর্তী শুনানি শুক্রবার।

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল অভিযোগ করেছিলেন, অভিষেকের নাম বলানোর জন্য তাঁকে চাপ দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতকে চিঠি দেওয়ার পাশাপাশি অভিযোগ জানিয়ে হেস্টিংস থানাতেও ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ জানান কুন্তল। এই প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় পর্যবেক্ষণে জানান, কুন্তলের চিঠির মামলায় প্রয়োজনে অভিষেককেও জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই এবং ইডি। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বৃহস্পতিবার পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে। গত সোমবার এই মামলায় এক সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। এদিন আরও চারদিনের জন্য অভিষেকের মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

 

 

 

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version