Sunday, November 16, 2025

মিশন বিজেপি হটাও: বিরোধী জোটের বার্তা মমতা-নীতীশের, হাজির তেজস্বীও

Date:

মিশন বিজেপি হটাও। লক্ষ্য যদি স্থির থাকে, তবে বেশি আলোচনার প্রয়োজন নেই। বিজেপিকে দিল্লির গদি থেকে সরাতে একসঙ্গে লড়াই করবে বিরোধীরা। সোমবার দুপুরে নবান্নে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের (Tejaswi Yadav) সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠক থেকে এই বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তাঁর সুরে সুর মিলিয়েই নীতীশ কুমার জানালেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে হটানোই একমাত্র লক্ষ্য তাঁদের।

রবিবার সন্ধেয় হঠাৎই খবর আসে বিহারের মুখ্যমন্ত্রী তথা, JDU প্রধান নীতীশ কুমার বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। প্রথমে জানা গিয়েছিল মঙ্গলবার তাঁদের সাক্ষাৎ হবে। পরে জানা যায়, সোমবারই নবান্নে আসছেন নীতীশ। বৈঠক সেরেই তিনি রওনা দেবেন লখনউ। সেখানে সমাজবাদী পার্টির নেতা মুলায়ম-পুত্র অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করবেন তিনি। সোমবার, দেখা যায় নীতীশ একা নন, তাঁর সঙ্গে রয়েছেন আরজেডি নেতা লালুপুত্র তেজস্বী যাদবও। নবান্নের সামনে দাঁড়িয়ে তাঁদের অভ্যর্থনা জানান স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী। এরপর সম্মান জানিয়ে শাল দেন তিনি। বেশ খানিকক্ষণ আলোচনা হয় তাঁদের। এরপর তিনজনেই সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি নিজেকে হিরো করছে, তাদের জিরো করাই লক্ষ্য। একজোট হয়ে লড়াই করতে হবে। বিজেপির কাজ শুধু ফেক ভিডিও বানিয়ে মিথ্যা প্রচার করা।

তার কথার সূত্র ধরেই নীতীশ কুমার বলেন, “আমাদের মধ্যে কথাবার্তা হয়েই থাকে। আর অনেকদিন পর এখানে আসার সুযোগ হল।” একজোট হয়ে লড়াই করলে কেন্দ্র থেকে বিজেপিকে হটানো যাবে মত নীতীশের। বিজেপি কোনও জন কল্যাণমূলক কাজ করে না- অভিযোগ বিহারের মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, বিজেপি নিজেদের স্বার্থে কাজ করে চলেছে। দেশের উন্নয়নে তাদের কোনও লক্ষ্য নেই। বিজেপি বিরোধী দলগুলি নিজেদের মধ্যে আলোচনা করে জোটবদ্ধ হবে- এই বার্তাই দেন জেডিইউ প্রধান। এই বৈঠক অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেন তিনি।

তৃণমূল সুপ্রিমো বলেন, জোটের প্রথম মিটিং হওয়া উচিত বিহারে। কারণ সেখান থেকেই জয়প্রকাশ নারায়ণ একসময় বিরোধী জোটের সূচনা করেছিলেন। মমতা বলেন, “নীতীশজিকে অনুরোধ করছি, আপনি পটনায় একটা বির‌োধী বৈঠক ডাকুন।”

সাংবাদিক বৈঠকে তেজস্বী যাদব কোনও কথা বলতে না চাইলেও, এদিনের বৈঠকে তাঁর উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিহারে বিজেপির সঙ্গে জোট ভেঙে আরজেডির সঙ্গে ঘাটছাড়া বেঁধেছে নীতীশ কুমারের দল। সেই জোটের দুই প্রতিনিধির এদিনের বৈঠকে থাকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আঞ্চলিক শক্তিগুলি যে নিজেদের মধ্যে বোঝাপড়া করে বিরোধী ঐক্যকে সফল করতে চাইছে, এদিন লালু-পুত্রের উপস্থিতি তারই প্রমাণ দেয়।

বিরোধী জোট হলে তার মুখ কে হবে এই প্রশ্নের উত্তরে মমতা সাফ জানিয়ে দেন, “আমাদের মধ্যে কোনও ইগো নেই। আমরা সবাই এক।” নবান্নের বৈঠক সেরেই লখনউ গিয়ে অখিলেশের সঙ্গে বৈঠক করবেন নীতীশ তেজস্বী। কেন্দ্রের বিজেপি বিরোধী জোটের আনুষ্ঠানিক ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা বলে মত বিশেষজ্ঞ মহলের।

 

 

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version