Monday, August 25, 2025

অভিষেককে জিজ্ঞাসাবাদের বিষয় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ বাড়াল শীর্ষ আদালত

Date:

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Bandyopadhyay) জিজ্ঞাসাবাদের বিষয় হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court)। নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) চিঠির প্রেক্ষিতে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জিজ্ঞাসাবাদের বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ছাড়পত্র দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)। তার উপর আগেই স্থগিতাদেশ জারি করেছিল শিশু আদালত এবার তার মেয়াদ বাড়ানো হল। মামলাটির পরবর্তী শুনানি শুক্রবার।

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল অভিযোগ করেছিলেন, অভিষেকের নাম বলানোর জন্য তাঁকে চাপ দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতকে চিঠি দেওয়ার পাশাপাশি অভিযোগ জানিয়ে হেস্টিংস থানাতেও ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ জানান কুন্তল। এই প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় পর্যবেক্ষণে জানান, কুন্তলের চিঠির মামলায় প্রয়োজনে অভিষেককেও জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই এবং ইডি। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বৃহস্পতিবার পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে। গত সোমবার এই মামলায় এক সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। এদিন আরও চারদিনের জন্য অভিষেকের মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

 

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version