Sunday, November 2, 2025

যৌন হেনস্তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহিলা কুস্তিগিররা

Date:

সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আগেই পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন ৭ জন মহিলা কুস্তিগির। চলতি বছরের শুরুর দিকেই ভারতের সেরা কুস্তিগিররা যন্তর মন্তরে ধরনা শুরু করেছিলেন। সেই সময়ে ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন তাঁরা। কিন্তু আইনি পথে কোনও অভিযোগ দায়ের হয়নি বিজেপি সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে।সুবিচার না পেয়ে এবার আইনি লড়াইয়ের পথে হাঁটলেন কুস্তিগিররা।
ফেডারেশনের পক্ষ থেকে এফআইআর দায়ের করতে হবে কুস্তি ফেডারেশনের সচিবের বিরুদ্ধে। এই দাবিতে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের হয়েছে। কমনওয়েলথ পদকজয়ী ভিনেশ ফোগাট-সহ সাত মহিলা কুস্তিগির আবেদন জানিয়েছেন শীর্ষ আদালতে।আসলে দিল্লি পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেও ফেডারেশনের তরফে এফআইআর দায়ের হয়নি ব্রিজভূষণের বিরুদ্ধে। তার প্রতিবাদে রবিবার থেকে ফের ধরনা শুরু করেছেন দেশের শীর্ষস্থানীয় কুস্তিগিররা।
জানা গিয়েছে, কমিটির কাজে সন্তুষ্ট হতে পারেননি প্রতিবাদী কুস্তিগিররা। সেই জন্যই ফের নতুন করে এই অভিযোগ প্রকাশ্যে আনা হয়েছে। কুস্তিগিরদের দাবি, মোদি সরকারের প্রতি তাঁদের বিশ্বাস ছিল। কিন্তু সরকারি কার্যকলাপের উপর আর তাঁরা আস্থা রাখতে পারছেন না। তাই আগের বার আইনি লড়াইয়ের পথে না হাঁটলেও এবার অন্য পদক্ষেপ নিতে বাধ্য হলেন তারা। যদিও তাঁর বিরুদ্ধে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ব্রিজভূষণ।
সোমবার অবশ্য জানা যায়, ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগের তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। যৌন হেনস্তার অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক যে কমিটি গঠন করেছিল, সেই কমিটির রিপোর্ট জানতে চেয়েছে দিল্লি পুলিশ।

 

Related articles

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...

মেক্সিকোর মার্কেটে বিস্ফোরণ, মৃত ২৩ শিশু! আহত অন্তত ১১

মেক্সিকোর সোনোরা প্রদেশের হারমোসিলো শহরের সুপার মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের (supermarket explosion in mexico) জেরে ২৩ জন শিশুর মৃত্যুতে...

বাংলাদেশি সন্দেহে বর্বরতার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

ফের বিএসএফের (BSF) বিরুদ্ধে বর্বরতার অভিযোগ! নদীয়ার চাপড়া থানার হাটখোলা গ্রামে এক স্থানীয় কৃষককে 'বাংলাদেশি' সন্দেহে মারধরের অভিযোগ...
Exit mobile version