Monday, August 25, 2025

‘বাংলার হাজীদের পরিষেবায় হজ্ব কমিটি তৎপর’, মহাজাতি সদনে একেএম ফারহাদ

Date:

ইসলাম ধর্মাবলম্বী মানুষদের পাঁচটি মুল স্তম্ভের অন্যতম হজ্ব। সেই উদ্দেশ্যে আরব দেশে মক্কা নগরীতে উপস্থিত হতে হয় বছরের নির্দিষ্ট সময়ে। চলতি বছর হজ্বের প্রথম উড়ান কলকাতা থেকে রওনা দেবে ২১ শে মে। সেই উপলক্ষে রাজ্য হজ্ব কমিটি অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ পরিচালনা করে চলেছে। চলতি বছর বাংলার প্রায় দশ হাজার হাজীদের ট্রেনিং জেলা ওয়াড়ি অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার কলকাতার মহাজাতি সদনে প্রথম ট্রেনিং অনুষ্ঠিত হলো পাঁচ শতাধিক হাজীদের উপস্থিতিতে। দীর্ঘ সময় ধরে হজ্ব বিষয়ে পূর্ণাঙ্গ আলোকপাত করেন হজ্ব কমিটি দ্বারা নিযুক্ত ব্যক্তিরা। হজ্ব কমিটির কার্যনির্বাহী আধিকারিক মোঃ নাকি প্রশাসনিক বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি হাজীদের পরিষেবায় রাজ্য হজ্ব কমিটি পুরোপুরি প্রস্তুত বলে তিনি জানান। নির্দিষ্ট সময়ে সমস্ত তথ্যের জন্য হোয়াটসঅ্যাপ গ্ৰুপে নজর রাখার অনুরোধ করেন।

উক্ত ট্রেনিংয়ে রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের অন্যতম পীরজাদা তথা উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, হজ্ব কমিটির দীর্ঘদিনের সদস্য, বর্তমানে অন্যতম সেবক পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ বলেন বাংলার শান্তি সম্প্রীতি রক্ষায় হাজীদের ভুমিকা প্রশংসনীয়। বাংলা তথা দেশের সামগ্ৰিক কল্যানে মহান আল্লাহর দরবারে দোয়ায় আর্জি রাখেন তিনি। পাশাপাশি বলেন পরিবর্তনের পর রাজ্যের হাজীদের পরিষেবায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে হজ্ব অপারেশন সম্পন্ন হচ্ছে। হাজীদের পরিষেবায় কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, হজ্ব কমিটির চেয়ারম্যান নাদিমুল হক, প্রধান সচিব মোঃ গোলাম আলী আনসারী, বিশেষ সচিব শাকিল আহমেদ, কার্যনির্বাহী আধিকারিক মোঃ নাকি সহ দফতরের সমস্ত আধিকারিকরা যেভাবে কাজ করে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়।

প্রথম দিনের ট্রেনিংয়ে মহাজাতি সদনে উপস্থিত ছিলেন কলকাতা জেলার সংখ্যালঘু আধিকারিক আরসাদ হাসমি, সদস্য মাওঃ হামিদ,আধিকারিক মোঃ ইকবাল নাইয়ার, আয়ুব আলী,আবুল হোসেন, মাওঃ আসরারুল হক,ইজাজ,প্রমুখ।

আরও পড়ুন- ”মেরে পাস মা হ্যায়, মমতার পাশে মানুষ”, অনুব্রত গড়ে বার্তা ফিরহাদের

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version