ভূ.মিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া! বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা

রাতভোরে আচমকা কেঁপে উঠল ইন্দোনেশিয়া। মঙ্গলবার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিমে ভোর ৩টে (স্থানীয় সময়) নাগাদ এই ভূকম্পন লক্ষ করা যায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৩। ভূমিকম্পের জেরে সুনামির সতর্কতা জারি করা হয়।

আরও পড়ুন:মঙ্গলেও মহানগরীতে মেঘলা আকাশ! আজও কী বৃষ্টিতে ভিজবে রাজপথ?

ইন্দোনেশিয়া প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাটি থেকে প্রায় ৮৪ কিলোমিটার গভীরে। প্রথম বার মাটি কেঁপে ওঠার পর পর আরও বেশ কয়েক বার কেঁপে (আফটারশক) ওঠে সুমাত্রা সংলগ্ন এলাকাগুলি। যার মধ্যে রিখটার স্কেলে একটি ৫ মাত্রার ভূকম্পও লক্ষ করা গিয়েছিল। সুনামির জন্য সতর্কতা জারি করে স্থানীয় কর্তৃপক্ষকে অবিলম্বে ভূমিকম্পের কবলে পড়া এলাকার বাসিন্দাদের উপকূল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।যদিও পরে সেই নির্দেশ প্রত্যাহার করা হয়।

সবচেয়ে তীব্র ভূমিকম্প দেশের পশ্চিম সুমাত্রার প্যাডংয়ে। প্যাডংয়ের পাশাপাশি সুমাত্রার পশ্চিম উপকূলের দ্বীপগুলিতে ভূমিকম্পের কী প্রভাব পড়েছে তারজন্য ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ।

 

 

Previous articleমঙ্গলেও মহানগরীতে মেঘলা আকাশ! আজও কী বৃষ্টিতে ভিজবে রাজপথ?
Next articleরাজস্থানের বিরুদ্ধে ম‍্যাচ জিতেও বিরাট ক্ষতি আরসিবির