Monday, November 10, 2025

ভোটমুখী কর্নাটকে আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার বিদেশি মুদ্রাসহ কোটি কোটি টাকা

Date:

ভোটমুখী কর্নাটকে(Karnataka) ফের উদ্ধার কোটি কোটি টাকা। কর্নাটকের এক সরকারি কর্তার বাড়িতে হানা দিয়ে কোটি কোটি টাকা ও প্রচুর সোনা দানা উদ্ধার করল লোকায়ুক্ত(Lokayukta)। জানা গিয়েছে, যার বাড়ি থেকে আয়ের সঙ্গে সঙ্গতি বিহীন এই বিপুল সম্পত্তি উদ্ধার হয়েছে তার নাম গঙ্গাধরাইয়া কেএল(Gangadharaiya KL)। তিনি বৃহৎ ব্যাঙ্গালুরু মহানগর পালিকার(BBMP) এক উচ্চপদস্থ কর্তা।

বিবিএমপির শহর পরিকল্পনা বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গঙ্গাধরাইয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। সেইমতো সোমবার তল্লাশি অভিযানে নামে লোকায়ুত্ব। প্রায় ১৪ টি জায়গায় চলে তল্লাশি অভিযান। এই ১৪ টি জায়গার প্রতিটি গঙ্গাধরাইয়ার নিজের নামে অথবা কোনও নিকট আত্মীয়ের নামে। তদন্তকারীদের দাবি অভিযান চালিয়ে তার বাড়ি অফিস ফ্ল্যাট থেকে ১ কোটি ৪৭ হাজার টাকার নগদ, যার মধ্যে রয়েছে দশ হাজার মার্কিন ডলার, ১১৮০ আমির শাহি দিরহাম, ৩৫ ইজিপশিয়ান পাউন্ড ও বিপুল পরিমাণ সোনা, রুপো, হিরে উদ্ধার হয়েছে। অলংকার এর মধ্যে রয়েছে, ১৪৩১ দাম সোনার গহনা, ৮কেজি ৭০০ গ্ৰাম রুপোর জিনিসপত্র ও কিছু হিরে। এছাড়া বসতবাড়ির পাশাপাশি দেড় কোটি টাকা বাজার মূল্য পাঁচ একরের একটি কৃষি জমি ও মোলের শরমে ৩ কোটি ৬৫ টাকা মূল্যের সম্পত্তি রয়েছে এই ব্যক্তির। এছাড়াও দুটি লকার রয়েছে তার যার চাবি এখনো তদন্তকারীরা হাতে পাননি ফলে সেখানে কি আছে তা জানতে উদগ্রী তদন্তকারীরা।

উল্লেখ্য, ১০ মে থেকে কর্নাটকে নির্বাচন। নির্বাচনে বেআইনি অর্থ আটকাতে জায়গায় জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে নির্বাচন কমিশন। যেখান থেকে প্রতিদিন উদ্ধার হচ্ছে বিপুল অর্থ। সেই ধারা অব্যাহত রেখে সোমবার বেঙ্গালুরু থেকে উদ্ধার হল আয়ের সঙ্গে সঙ্গতি বিহীন বিপুল পরিমাণ অর্থ।

Related articles

সিনেমা দেখে খুনের ছক! স্ত্রীকে পুড়িয়ে নদীতে ছাই ফেলে থানায় অভিযোগ স্বামীর

সিনেমা দেখেই পরিকল্পনা! ‘দৃশ্যম’ দেখে অপরাধের ছক কষেছিলেন পুনের (Pune) বাসিন্দা সমীর যাদব। ৩৮ বছরের স্ত্রী অঞ্জলি যাদব...

১ ডিসেম্বর থেকে নয়া হারে আবগারি শুল্ক কার্যকর! রাজ্যে কত হচ্ছে সুরার দাম

শীতের শুরুতে মৌতাতের পরিকল্পনা করলে, সেই আনন্দে কিছুটা ধাক্কা। কারণ পশ্চিমবঙ্গে (West Bengal) বাড়ছে সব ধরনের মদের  দাম...

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...

পাঁচবারের কাউন্সিলর, তবু নাম উড়ে গেল ভোটার তালিকা থেকে! চাঞ্চল্য খড়দহে

শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সালে। সেই তালিকায় তাঁর নাম যে ছিল, তার প্রমাণ, সেবার তিনি কাউন্সিলর (councilor) নির্বাচিত...
Exit mobile version