Wednesday, December 17, 2025

আলিগড়ে দরিদ্র ক্রিকেটারদের জন্য হোস্টেল তৈরি করছেন KKR-এর রিঙ্কু!

Date:

Share post:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অনেক অচেনা ক্রিকেটারকে সাফল্যের মঞ্চ তৈরি করে দিয়েছে। অনেকে আবার আইপিএলের হাত ধরে এঁদো গলি থেকে রাজপথে এসে দাঁড়িয়েছেন। ২০০৮ সালে এই টুর্নামেন্টের সূচনার পর থেকে এই লিগের হাত ধরে শুধু প্রতিভাই উঠে আসেনি। এর সঙ্গে উদীয়মান ক্রিকেটাররা আর্থিক ভাবেও লাভবান হয়েছেন।

চলতি আইপিএলে কেকেআরের রিঙ্কু সিং-এর লড়াইয়ের গল্পও বেশ হৃদয়স্পর্শী। রিঙ্কু এখনও ভারতীয় দলে খেলার সুযোগ পাননি।উত্তরপ্রদেশের এই ব্যাটসম্যান কয়েক দিন আগে গুজরাট টাইটান্সের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে শেষ ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়ে তাঁর দলের জন্য একটি অসম্ভব জয় এনে দিয়েছেন।

এ কথা ঠিক যে রিঙ্কু হয়তো আইপিএলের সর্বোচ্চ উপার্জনকারী ক্রিকেটার নন, তবু আসন্ন ক্রিকেটারদের জন্য একটি হোস্টেল নির্মাণ করে তিনি চমকই লাগিয়ে দিয়েছেন। আর্থিক সীমাবদ্ধতা কোনও ভাবেই তাঁর স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারেনি।

আসলে নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন রিঙ্কু। তাঁর বাবা খানচন্দ্র সিং গ্যাস সিলিন্ডার সরবরাহ করতেন এবং তাঁর এক ভাই সোনু অটোরিকশা চালান এবং মুকুল একটি কোচিং সেন্টারে মেঝে মোছেন। কিন্তু ছোটবেলায় খেলার সরঞ্জাম পাওয়া তো দূর, দু’বেলা ভাতও ঠিক মতো জুটত না রিঙ্কুর। যে পরিবার থেকে তিনি উঠে এসেছেন, সেখানে রীতিমতো যুদ্ধ করে ক্রিকেটটা খেলতে হয়েছে তাঁকে।

আর সেই কারণে রিঙ্কু চান না, আলিগড়ের কোনও গরীব বাচ্চার ক্রিকেটার হওয়ার স্বপ্নে তাঁর মতো বাধা আসুক। তাই তিনি আলিগড়ের বাচ্চাদের ক্রিকেট প্রশিক্ষণ দেওয়ার জন্য এক হোস্টেল তৈরি করছেন। আলিগড়ের মহুয়া খেদা স্টেডিয়ামে এই হোস্টেল তৈরি করা হচ্ছে। রিঙ্কু সিংয়ের বড় দাদা মুকুল সিং জানিয়েছেন, রিঙ্কুর উদ্যোগে তৈরি হওয়া এই হোস্টেলে প্রায় ১০০ ছাত্রের থাকার ব্যবস্থা করা হয়েছে। ১০০ শয্যা বিশিষ্ট হোস্টেল খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। সম্ভবত পরের মাসেই তৈরি হয়ে যাবে হোস্টেল।

আলিগড় থেকে রিঙ্কুর শৈশবের কোচ মাসুদুজ-জাফর আমিনি বলেছেন, ‘ও সব সময়ে তরুণ খেলোয়াড়দের জন্য একটি হোস্টেল তৈরি করতে চেয়েছিল, যাদের স্বপ্ন পূরণের জন্য আর্থিক সংস্থান নেই। যেহেতু ও এখন আর্থিক ভাবে শক্তিশালী, তাই ও এটিকে বাস্তবে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে।’

রিঙ্কুর ক্রিকেটার হিসাবে উথ্থানটাও বেশ নাটকীয়।২০১৬ সালে রিঙ্কুর রঞ্জিতে অভিষেক হয় এবং পরের বছর আইপিএলের ফ্র্যাঞ্চাইজি টিম কিংস ইলেভেন পঞ্জাব তাঁকে দলে নেয়। আর কলকাতা নাইট রাইডার্স তাঁকে ২০১৮ সালে ৮০ লাখ টাকায় কিনেছিল এবং তার পর থেকে রিঙ্কু কেকেআর-এর হয়ে খেলেন। আমিনী প্রায় ১২-১৩ বছর আগে রিঙ্কুকে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছিলেন। এবং তাঁর লড়াইয়ের সাক্ষী তিনি। রিঙ্কুর ছেলেবেলার কোচ এখন জেলা অ্যাসোসিয়েশনের মালিকানাধীন ১৫ একর জমিতে আলিগড় ক্রিকেট স্কুল এবং অ্যাকাডেমি পরিচালনা করেন।

রিঙ্কুর কোচ কী বলছেন ? ‘প্রায় তিন মাস আগে কাজ শুরু হয়েছিল রিঙ্কুর এই হোস্টেলের। আইপিএল দলে যোগ দেওয়ার আগে ও এখানে থেকে অগ্রগতি দেখাশোনা করছিল। এই হোস্টেলে ১৪টি ঘর থাকবে এবং প্রতিটিতে চার জন প্রশিক্ষণার্থী থাকতে পারবে। একটি শেড এবং একটি প্যাভিলিয়নও তৈরি করা হচ্ছে। আলাদা টয়লেট রয়েছে। এ ছাড়াও এই প্রশিক্ষণার্থীরা ক্যান্টিনে খাবার খেতে পারবে। এতে প্রায় ৫০ লাখ টাকা খরচ হবে এবং পুরো খরচ বহন করছে রিঙ্কু।’

রিঙ্কুর বড় ভাই সোনু হোস্টেলের দৈনন্দিন বিষয়গুলি দেখাশোনা করবে। তিনি খুশি যে তাঁর ভাইয়ের স্বপ্ন অবশেষে সত্যি হচ্ছে। সোনু বলেন, আমার বাবা যখন পারত না আর, তখন আমরা একসঙ্গে গ্যাস সিলিন্ডার সরবরাহ করেছি। তবে আমরা সব সময়ে চেয়েছিলাম যে, রিঙ্কু ক্রিকেটে মন দিক। আমরা যে ত্যাগ স্বীকার করেছি, সেটা ফল ও হাতেনাতে দিয়েছে। কারণ ও শুধু আমাদের দারিদ্র্য থেকে টেনে বের করে আনেনি, বরং দরিদ্র ক্রিকেটারদের জন্য একটি হোস্টেল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।ওর এই প্রচেষ্টাকে আমরা কুর্নিশ করছি।

 

spot_img

Related articles

ঢাকায় হুমকি হাইকমিশনে: বাংলাদেশের হাই কমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের

বাংলাদেশে ভারতীয় দূতাবাসে ক্রমাগত হুমকি। অথচ বাংলাদেশের মহম্মদ ইউনূস (Mohammed Yunus) পরিচালিত অন্তর্বর্তী সরকার নীরব। প্রতিবেশী দেশ ভারতের...

বাংলায় কোটি কোটি রোহিঙ্গা-বাংলাদেশি কোথায়? মিথ্যাচারের জন্য ক্ষমা চাক বঙ্গ বিজেপি: তীব্র নিশানা অভিষেকের

বিজেপি বলেছিল বাংলায় এক-দেড় কোটি রোহিঙ্গা, অগণিত বাংলাদেশি নাগরিক আছে। তারা কোথায় গেল? বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন...

NCRT-র সিলেবাসে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস রাখার দাবি ঋতব্রতের

এনসিইআরটি-র পাঠ্যবইয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের (Bengali Freedom Fighters) ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত...

অস্কার নমিনেশনে শর্টলিস্টেড ‘হোমবাউন্ড’! উচ্ছ্বসিত করণ শুভেচ্ছা জানালেন টিমকে

অ্যাকাডেমি পুরস্কার জেতার স্বপ্ন দেখছে ভারতীয় বিনোদন জগত (Indian Entertainment Industry)। মঙ্গলবার ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার...