Monday, August 25, 2025

ধুঁকছে পাকিস্তান, আর্থিক সাহায্য চাইতে চিন সফরে পাক সেনাপ্রধান!

Date:

অর্থনৈতিক সঙ্কট ক্রমশ গুরুতর হয়ে উঠেছ প্রতিবেশী পাকিস্তানের(Pakistan)। এহেন অবস্থায় বন্ধু দেশগুলির কাছে অর্থসাহায্য চেয়ে ঘুরে বেড়াচ্ছে দেশটির রাষ্ট্রনেতারা। এহেন পরিস্থিতির মাঝেই এবার ৪ দিনের জন্য চিন সফরে গেলেন পাক সেনাপ্রধান(Army Chief) আসিম মুনির(Asim Munir)। দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতেই এই সফর বলে জানানো হলেও সূত্রের খবর, আর্থিক সঙ্কট কাটাতেই মুনির এই চিন(China) সফর।

জানা যাচ্ছে, বর্তমানে পাকিস্তানের পরিস্থিতি অত্যন্ত গুরুতর। মুখ থুবড়ে পড়েছে সেদেশের অর্থনীতি(Economy)। এমতাবস্থায় দায়িত্ব নিয়েই সৌদি আরব, সংযুক্তআর আমিরশাহী সফরে গিয়েছিলেন সেনাপ্রধান। পরে তাঁকে ব্রিটেনেও(Britain) যেতে দেখা যায়। উদ্দেশ্য একটাই। আর্থিক সহায়তা। আসলে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার IMF-এর চাপ রয়েছে পাকিস্তানের উপরে, অন্তত ৬ বিলিয়ন মার্কিন ডলার জোগাড় করার। এখনও পর্যন্ত সৌদি ও আমিরশাহীর তরফে ৩ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি মিলেছে। এবার বাকি অঙ্কের জন্য চাপ দিচ্ছে আইএমএফ। এই পরিস্থিতিতে চিনের কাছে এই বিষয়ে কথা বলতেই কি সেদেশে গেলেন মুনির, তা জানা যায়নি। তাঁর সফর সম্পর্কে কোনও বিস্তারিত সূচি বা বিবরণ প্রকাশ করেনি ইসলামাবাদ।

উল্লেখ্য, দেসের আর্থিক সংকট কাটাতে সেনাপ্রধান যেভাবে বন্ধুদেশগুলির সঙ্গে আলোচনা চালাচ্ছেন তার প্রশংসা করেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একের পর এক দেশে সফরে গিয়ে রাষ্ট্রনেতাদের সঙ্গে মুনির বৈঠকের পর এবার তাঁর চিন সফর আর্থিক সাহায্যের প্রার্থনার জন্যি বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version