Thursday, December 25, 2025

সিতাইয়ে প্রার্থী বাছাইয়ে বিশৃঙ্খলা: ক্ষুব্ধ অভিষেক, আগামিকাল ফের ভোটগ্রহণের নির্দেশ

Date:

Share post:

নিজের প্রার্থী নিজে বাছুন কর্মসূচি ঘিরে অতি উৎসাহী মানুষ। ফলে প্রথমদিনই সাময়িক বিশৃঙ্খলা তৈরি হয় সিতাইয়ে। এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কোচবিহারের জেলা নেতৃত্বের কাছে রিপোর্ট তলব করেন তিনি। এর পরেই ঘোষণা করেন,বুধবার প্রার্থী বাছাইয়ে নতুন করে ভোটগ্রহণ হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

জনসংযোগ যাত্রার প্রথমদিনই সাধারণ মানুষের পাশে দাঁড়ান অভিষেক। স্বজনহারা পরিবারের চোখের জল মুছিয়ে দেন। এরপরেই সাহেবগঞ্জ ও গোঁসানিমারিতে পর পর সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার পর সেখানে প্রার্থী বাছাইয়ের জন্য গোপন ব্যালটে ভোট গ্রহণ শুরু হয়। কিন্তু প্রথমে স্বাভবিকভাবে ভোটে গ্রহণ শুরু হলেও, কিছুক্ষণের মধ্যেই বিশৃঙ্খলা শুরু হয়। এরপরে শীতলকুচি সভা থেকে সেই ঘটনা নিয়ে কড়া বার্তা দেন অভিষেক। বলেন, প্রথমবার এই প্রার্থী বাছাই হওয়ায় অতি উৎসাহিত হয়ে ভোট দিতে গিয়ে ব্যালট বক্সটা (Ballot Box) ভেঙে ফেলেছেন। অভিষেকের কথায়, “এই কারণেই আমরা তৃণমূলে নবজোয়ার শুরু করেছি। কোথাও অশান্তি হতে পারে সেটাই দেখা হচ্ছে।“ এরপরেই জেলা নেতৃত্বকে অভিষেক নির্দেশ দেন বুধবার, ফের গোঁসানিমারির মাঠে ভোটগ্রহণ হবে। মঙ্গলবার, দুঘণ্টার সময়সীমা ছিল। বুধবার ৭ঘণ্টা ধরে ভোট চলবে। তৃণমূলের স্বেচ্ছ্বাসেবক থেকে শুরু করে নিরাপত্তা রক্ষী, পুলিশ উপস্থিত থাকবেন। কড়া বার্তা দিয়ে অভিষেক বলেন, “যদি মনে করেন গায়ের জোর ব্যালট বক্স ভেঙে নিজের নাম ঢুকিয়ে প্রার্থী হবেন। পাহারাদারের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা মনে রাখবেন।“

এদিন সাহেবগঞ্জের সভা শেষে সিতাই-এর গোঁসানিমারি হাই স্কুলের মাঠে সভা করেন অভিষেক। সেখান থেকে BSF-এর অত্যাচারের বিরুদ্ধে সরব হন তিনি। সভা থেকেই অভিষেক জানান, মঞ্চে ব্যালট বাক্স থাকছে। নিজেদের প্রার্থী বাছাই করেন স্থানীয়রা। কিন্তু তিনি সভাস্থল ছেড়ে পরেই অতি উৎসাহে হুড়হুড়ি পড়ে যায় ভোটদাতাদের মধ্যে। একসময় ব্যালটবাক্সটিও ভেঙে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও তৃণমূল কর্মীরা মঞ্চ থেকে সবাইকে নীচে নামান। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফের ভোটগ্রহণের নির্দেশ দেন অভিষেক।

 

spot_img

Related articles

ঝাড়খণ্ডের সাফল্যে রয়েছে ক্যাপ্টেন কুলের মস্তিস্ক! জানুন নেপথ্যের ঘটনা

কয়েকদিন আগেই সৈয়দ মুস্তাক আলি ট্রফি(Syed Mushtaq Ali Trophy.) জিতেছে ঝাড়খন্ড(Jharkhand)। ঈশান কিষানের নেতৃত্বে দুরন্ত পারফরম্যান্স করেছে ঝাড়খণ্ড...

এটাই ‘বেটি বাঁচাও’-এর বাস্তবতা! উন্নাও-এর নির্যাতিতাকে ওমপ্রকাশের উপহাসের তীব্র নিন্দা অভিষেকের

উন্নাও-এর ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের উপহাসের তীব্র নিন্দা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

পুলিশের এনকাউন্টারে মৃত মাওবাদী শীর্ষনেতা গণেশ, মাথার দাম ছিল ১ কোটি

এক মাওবাদী শীর্ষনেতা ( Moist leader) মাডবী হিডমাকে এনকাউন্টার করার এক মাসের মধ্যেই বৃহস্পতিবার নিরাপত্তাবাহিনীর সঙ্গে লড়াইয়ে এনকাউন্টার...

আবার দুই বিজেপি-রাজ্য: বড়দিন উদযাপনে হামলা বজরং দলের

ধর্মীয় সম্প্রদায়ের উপর হামলার ঘটনা থেকে নিস্তার নেই খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরও। একাধিক বিজেপি রাজ্যে বারবার প্রমাণিত হয়েছে এই...