Monday, December 22, 2025

আতিক হ*ত্যার পর এমার্জেন্সি নম্বরে যোগীকে খু*নের হু*মকি! চাঞ্চল্য উত্তরপ্রদেশে

Date:

Share post:

ফের খুনের হুমকি পেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এমার্জেন্সি নম্বরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ১১২ নম্বরে মুখ্যমন্ত্রী যোগীকে খুনের হুমকি দিয়ে একটি বার্তা পাঠায়। এই নম্বরটি উত্তরপ্রদেশে আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে চালু আছে। যোগীকে লেখা হুমকি বার্তায় লেখা রয়েছে, “আমি শীঘ্রই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুন করব।” গ্যাংস্টার আতিক আহমেদ হত্যাকাণ্ডের পর এই হুমকির বিষয়টিকে একেবারে হালকা ভাবে নেয়নি উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসন। প্রশাসনের তরফে অ্যালার্ট জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সুরক্ষা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হয়েছে।

ইতিমধ্যেই সুশান্ত গল্ফ সিটি থানায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। আজ, মঙ্গলবার এমনটাই জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। ভারতীয় দণ্ডবিধির ৫০৬ ও ৫০৭ এবং ৬৬ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

জানা গিয়েছে, গত ২৩ এপ্রিল মধ্যরাতে ১১২ নম্বরে এই হুমকি মেসেজটি আসে। মেসেজটি রিসিভ করেন জনসংযোগ আধিকারিক শিখা অবস্তি। যেখানে যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দেওয়া হয়। ওই আধিকারিক মেসেজটির একটি স্ক্রিনশট করেন।

তবে এই প্রথমবার নয়। এর আগেও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে সেই হুমকি এসেছিল। বাগপত এলাকার বাসিন্দা অমন রাজার প্রোফাইল থেকে এই হুমকি দেওয়া হয়েছিল। গুলি করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে হত্যা করা হবে বলে হুমকি পোস্ট করা হয়েছিল। তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করেছিল সংশ্লিষ্ট ফেসবুক ব্যবহারকারীকে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনের চিঠি দিয়ে গত রবিবার, পুলিশের হাতে গ্রেফতার হন এক ব্যক্তি। ওই ব্যক্তি চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মানব বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। কেরলের কোচিতে প্রধানমন্ত্রীর উপর এই হামলা চালানোর হুমকি দিয়ে চিঠি দেন ওই ব্যক্তি।

 

 

spot_img

Related articles

নির্বাচনী বন্ড বন্ধের পরও অনুদান বিতর্ক, সরকারি তথ্যে বিজেপির দখলে ৮২ শতাংশ 

সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড ব্যবস্থা বন্ধ হওয়ার পরও রাজনৈতিক অনুদান ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। সরকারি...

বিহার থেকে বিজেপি নেতাকে পাঠানো বাইক ঘিরে উত্তেজনা! প্রতিবাদে সরব তৃণমূল

বিধানসভা নির্বাচনের আগে বর্ধমান শহরে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে বিহার থেকে ট্রেনে করে পাঠানো ৫৫টি মোটরসাইকেল। শনিবার বর্ধমান স্টেশনে...

পোষ্য নিয়ে বিবাদ: ধাক্কাধাক্কিতে মৃত্যু প্রৌঢ়ের, গ্রেফতার ভাড়াটিয়া প্রৌঢ়

পোষ্য নিয়ে বিবাদ লেগেই থাকত। বাড়ির মালিকের পোষ্যের আদর বেশি না ভাড়াটিয়ার (tenant) পোষ্যের। সেই বিবাদে এবার প্রাণ...

দমদম উত্তরে সেবাশ্রয়ের উদ্বোধনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 

সেবাশ্রয়ের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার থেকে শুরু হল দমদম উত্তর বিধানসভার মানুষের জন্য সেবাশ্রয়। উত্তর...