Sunday, August 24, 2025

মালদহের স্কুলের ঘটনার পিছনে চক্রা.ন্ত! বিস্ফো.রক অভি*যোগ মুখ্যমন্ত্রীর

Date:

পুরাতন মালদহের স্কুলে (Maldah School) অস্ত্র নিয়ে যুবকের ঢুকে পড়ার ঘটনার পিছনে চক্রান্ত রয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, সবকিছু এত সহজ করে দেখলে চলবে না। কীভাবে ওই ব্যক্তি পিস্তল হাতে স্কুলে ঢুকে গেল! স্কুলে ঢুকে সে বলছে, হোস্টেজ করবে। এই কথাটা শিখলো কোথা থেকে? মুখ্যমন্ত্রীর অভিযোগ, এর পিছনে চক্রান্ত রয়েছে।  “স্কুল হয়তো ভেবেছিল কোনও অভিভাবক হবেন। কিন্তু এত সহজভাবে ভাবলে চলবে না। এটা সাইবার ক্রাইমের যুগ। আরও আরও অনেক বেশি সতর্ক হতে হবে।”

আই কার্ড ছাড়া কীভাবে স্কুলে ঢুকলো ওই বন্দুকবাজ? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, “এই বুদ্ধিটা যুবক পেল কোথা থেকে? শিক্ষক-পড়ুয়ারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। পুলিশ, সংবাদমাধ্যমকেও ধন্যবাদ। এত বড় ঘটনা থেকে রক্ষা করেছে। থ্যাঙ্ক গড্ বাচ্চারা ভাল রয়েছে। শিক্ষক-শিক্ষিকা, বাচ্চা, পুলিশ, সাংবাদিকরা সবাই সুস্থ রয়েছে।” এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ করেন, ধরা পড়ার পরেই বলা হয় ‘পাগল’। এই ঘটনায় বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি বলেন, “আমি স্কুল কমিটিগুলোকে বলব, স্কুল যখন চালু হয়ে যাবে, নজর রাখবেন। দরকার হলে দুটো দারোয়ান রাখা যেতেই পারে। পুলিশের কাছেই সাহায্য চাওয়া যেতে পারে। আর এখন তো আইডি কার্ড থাকে। তা ছাড়া তো কেউ স্কুলে ঢুকতেই পারে না, তাহলে কীভাবে হল? মালদার স্কুলের ঘটনা চক্রান্ত। এই সব পরিকল্পনা চলবে।”

 

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version