পোলবার আলিনগরের (Alinagar, Polba) কাছে পথ দুর্ঘটনায় (Road Accident) গুরুতর জখম ৫ জন। তাঁদের তড়িঘড়ি উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে (Imambara District Hospital, Chunchura)পাঠানো হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর।

সূত্রের খবর সুগন্ধার গোটু থেকে যাত্রী নিয়ে চুঁচুড়া তারকেশ্বর রোড ধরে ফিরছিল একটি অটো। সোনাদার মাঠের কাছে আচমকাই একটি হুন্ডাই গাড়ি সজোরে ধাক্কা মারে। টাল সামলাতে না পেরে চারচাকা গাড়ি সোজা গিয়ে নয়ানজুলিতে পড়ে। এক মহিলা যাত্রী সহ চার জন যাত্রী এবং অটো চালক গুরুতর আহত হন।পোলবা থানার পুলিশ অ্যাম্বুলেন্সে করে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।