Monday, January 12, 2026

বাংলার টাকা বকেয়া, সেন্ট্রাল ভিস্তা হচ্ছে: আলিপুরদুয়ারে তোপ অভিষেকের, পুজো শিবমন্দিরে

Date:

Share post:

বাংলার টাকা বকেয়া আর এদিকে সেন্ট্রাল ভিস্তা হচ্ছে- রাজ্যের বঞ্চনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandopadhyay)। বাংলার দাবি আদায়ে দিল্লি গিয়ে অনির্দিষ্টকালের অবস্থান করার কথা ফের বলেন তিনি। তৃণমূলে নব জোয়ার কর্মসূচিতে বৃহস্পতিবার, আলিপুরদুয়ারের বারোশিয়া চৌপট্টির জনসভা থেকে তিনি বলেন, মানুষের টাকা দিচ্ছে না কেন্দ্রের মোদি সরকার। একশো দিনের কাজ থেকে আবাস যোজনায় বাংলাকে বঞ্চিত করছে। এদিকে কোটি কোটি টাকা খরচ করে সেন্ট্রাল ভিস্তা হচ্ছে। BJP ও কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ ছোড়েন তিনি।

এদিনের সভা থেকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, “বিজেপি নেতারা বলছে আবাস যোজনায় দুর্নীতি হয়েছে বলে টাকা আটকে রেখেছে। আমি সরাসরি চ্যালেঞ্জ করে বলছি বিজেপিকে এবং কেন্দ্রীয় সরকারকে, ১১ লক্ষের বেশি যে তালিকা দিল্লিতে পাঠানো হয়েছে তাতে একটা দুর্নীতি হয়েছে দেখাতে পারলে আর আলিপুরদুয়ারে মুখ দেখাতে আসব না।“

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, “আমি বারবার বলছি একশো দিনের কাজের টাকা গরিব মানুষের অধিকার। সেখানে টাকা আটকে রাখা হচ্ছে।“ এরপরেই তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, “প্রয়োজনে আমাকে সকাল থেকে রাত পর্যন্ত গালিগালাজ করুন, কিন্তু মানুষের টাকা ছেড়ে দিন।“

বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ২০১৯-র নির্বাচনে আলিপুরদুয়ারে জিতেছিল বিজেপি। কিন্তু তারপর আর সেই সাংসদের টিকি খুঁজে পাওয়া যায়নি- অভিযোগ অভিষেকের। বিধানসভা নির্বাচনেও আলিপুরদুয়ারে ৫টি বিধানসভা আসনে জেতে। কটাক্ষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “আপনারা হয়তো ভেবেছিলেন, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি মিলে আলাদা রাজ্য গড়বে বিজেপি এবং আপনারা অধিকার পাবেন। আমি চ্যালেঞ্জ করছি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কোনও সভায় গিয়ে বলুক পৃথক রাজ্য হবে। তাহলে আলিপুরদুয়ারে আর আসব না।“

এলাকার মানুষের উদ্দেশ্যে অভিষেক বলেন, “আপনারা পঞ্চায়েত নির্বাচনে উপযুক্ত প্রার্থী বাছুন। যিনি দিল্লির কাছে মাথা বিক্রি করে দেবে না। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, প্রয়োজনে দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করা হবে। আর সেটা করেই দিল্লির বুক থেকে আপনাদের জন্য টাকা আদায় করে আনব।“ জনসভার পরে স্থানীয় কুমারগ্রাম চা বাগান শিবমন্দিরে পুজো দেন অভিষেক।

 

 

 

spot_img

Related articles

নিপা ভাইরাস আতঙ্ক, মোকাবিলায় প্রস্তুত নবান্ন

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দু’জন নার্সের শরীরে নিপা ভাইরাসের (Nipah Virus) উপস্থিতি...

সেনাবাহিনীর ধাঁচে তিন বাহিনী নিয়ে ভোটযুদ্ধে নামবে তৃণমূল: লড়াইয়ের রূপরেখা জানালেন সেনাপতি অভিষেক

দামামা প্রায় বেজে গিয়েছে। ভোট যুদ্ধের প্রতিশ্রুতি শাসক-বিরোধী সব শিবিরে। এই পরিস্থিতিতে লড়াইয়ে রূপরেখা জানালেন তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেক...

বাংলাদেশে জেলবন্দি মৃত্যু বিখ্যাত সঙ্গীত শিল্পীর

বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীর জেলবন্দি অবস্থাতে মৃত্যু! প্রলয় চাকী (Pralay Chaki) বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীর পাশাপাশি আওয়ামী লিগের...

গঙ্গাসাগর মেলায় অসুস্থ পুণ্যার্থী! তৎপরতায় এয়ারলিফ্ট প্রশাসনের 

গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার আগেই দেশ-বিদেশ থেকে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় জমেছে সাগরে। সেই ভিড়ের মধ্যেই গঙ্গাসাগর মেলায় এসে...