Monday, August 25, 2025

রাজভবন নির্ভর রাজনীতিতে ব্যাঘাত! রাজ্যপালকে বেনজির আক্রমণে শুভেন্দু

Date:

প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের(Jagdeep Dhankar) ছায়া মাথার উপর থেকে সরে যাওয়ার পর রাজভবন নির্ভর রাজনীতিতে ব্যাঘাত ঘটেছে বিজেপির। রাজনীতির ঊর্ধ্বে উঠে নয়া রাজ্যপালের রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতামূলক প্রশাসনিক কাজে ক্ষুব্ধ গেরুয়া শিবির। ফলস্বরূপ, বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসকে(CV Anand Bose) বেনোজির আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari)। তাঁর অভিযোগ সরকারের সঙ্গে হাত মিলিয়ে বেআইনি কাজ করছেন রাজ্যপাল। নানা ক্ষেত্রে সাহায্য করছেন সরকারকে।

বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপালকে আক্রমণ শানিয়ে শুভেন্দু বলেন, “সরকারের সঙ্গে হাত মিলিয়ে অনেক বেআইনি কাজ করেন। আমার কাছে তথ্য আছে। ব্যক্তিগত আক্রমণ আমি করতে চাই না। রাজ্যপাল রাজ্য সরকারকে অনেকভাবে সাহায্য করছেন। আমি সেগুলোও বলতে চাই না। আমি গর্ভনের উপর নির্ভর করে রাজনীতি করি না। রাজ্য সরকার বেআইনি কাজ করাচ্ছেন। উনি কিছু কিছু বেআইনি কাজ করছেন। যেমন নির্বাচন কমিশন বীরেন্দ্রকে সরিয়েছে তারপরে উনি ইনফরমেশন কমিশনার করে দিয়েছেন। অসীম রায়কে লোকায়ুক্তের মেয়াদ বৃদ্ধি করেছেন।”

শুভেন্দু আরও অভিযোগ, “বেআইনি কাজে সহায়তা তো করছেনই। মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর প্রতিনিধিরা বিরূপ হলেই উনি সাহায্যের হাত বাড়িয়ে সেটা মিটিয়ে নেবেন। ভাব-ভালোবাসা চলবেই। এর মধ্যেখানে বিরোধী দলনেতার ঢোকার কোনও ইচ্ছে নেই। তবে গোপালকৃষ্ণ গান্ধী ও জগদীপ ধনখড়কে স্যালুট করি।” তবে শুভেন্দুর অভিযোগের পাল্টা তোপ দেগে এদিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “এই মন্তব্য অত্যন্ত আপত্তিকর। জগদীপ ধনখড় থাকাকালীন রাজভবন তো বিজেপির মামাবাড়ি হয়েছিল। তবে এই রাজ্যপাল এখনও পর্যন্তও এমন কিছু করেননি। তবে কখনও মতবিরোধ হবে না এমনও নয়। নিজেদের সাংগঠনিক ব্যর্থতা এভাবে জানাচ্ছে।” কুণালের প্রশ্ন, “রাজ্যপাল কী দলদাসের মতো কাজ করবে?”

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবার সন্ধেয় গড়িয়াহাটে আড্ডার আবহে প্রকাশিত হল কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন,...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version