Wednesday, May 7, 2025

দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ধর্নায় থাকা কুস্তিগিরদের বিরুদ্ধে এমনটাই বললেন পিটি উষা

Date:

যন্তর মন্তরে আবারও ধর্না শুরু করেছেন দেশের বেশ কয়েক জন নামী কুস্তিগির। কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটদের দাবি, জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংকে গ্রেফতার করতে হবে। এছাড়াও তাদের দাবি ব্রিজভূষণের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেই রিপোর্টও সকলের সামনে প্রকাশ করার। আর এই নিয়ে মুখ খুললেন ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট পিটি উষা। রাস্তায় নেমে ধর্না, প্রতিবাদ কর্মসূচি চালিয়ে গিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করছেন ভারতীয় কুস্তিগিররা, এমনটাই মনে করছেন পিটি উষা।

 

এই নিয়ে কিংবদন্তি ভারতীয় অ্যাথলিট বলেন, “রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচি শৃঙ্খলাহীনতার পরিচয়। এটা দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ধরনের কর্মসূচি খারাপ দৃষ্টান্ত তৈরি করছে। রাস্তায় না নেমে বরং কুস্তিগিরদের আসা উচিত ছিল আইওএ-র অ্যাথলিটস কমিশনে। এই কমিটির নেতৃত্বে যখন রয়েছেন মেরি কমের মতো ব্যক্তি, যিনি কমিশনের চেয়ারপার্সন এবং ভাইস চেয়ারপার্সন হিসেবে রয়েছেন শরথ কমল।”

উষার বক্তব্যে হতাশ দেশের নামী কুস্তিগিররা। এই নিয়ে বজরং পুনিয়া বলেন, ‘‘আমরা আইওএ প্রেসিডেন্টের কাছ থেকে এত কঠোর প্রতিক্রিয়া আশা করিনি। উনি নিজে একজন অ্যাথলিট এবং একজন মহিলা। আমরা একেবারেই ওঁর মতো মানুষের কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশা করিনি। বরং আমরা ওঁর সমর্থন আশা করেছিলাম।”

উষার পাশাপাশি ভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব কল্যাণ চৌবেও কুস্তিগিরদের আচরণকে কার্যত ধিক্কার জানিয়েছেন।

এদিকে, শুক্রবারই ব্রিজভূষণ শরণ সিং মামলায় শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। কুস্তিগিরদের বক্তব্য শুনবে শীর্ষ আদালত।

আরও পড়ুন:পেলেকে বিশেষ সম্মান, অভিধানে ফুটবলের কিংবদন্তি

 

 

Related articles

রাতেই POK-তে হামলা, বুধের সকালে দেশজুড়ে অসামরিক মহড়া 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার প্রায় দু সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালালো ভারত (Indian Army...

আজ শীর্ষ আদালতে DA মামলার শুনানি, সুপ্রিম রায়ে নজর সরকারি কর্মচারীদের

আজ দেশের শীর্ষ আদালতে (Supreme Court) পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি। গত বাজেটে রাজ্য সরকার (Government of...

লস্করের হেডকোয়ার্টার গুঁড়িয়ে দিল ভারত, ‘মোক্ষম জবাব’ সোশ্যাল মিডিয়ায় দাবি ভারতীয় সেনার

মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় ভারতীয় সেনার প্রিসিশন স্ট্রাইক (Precision Strike)। পহেলগাম হামলার (Pahelgam Attack...

‘অপারেশন সিন্দুর’কে ‘লজ্জা’ দাবি ট্রাম্পের! কথা ডোভাল-রুবিওর

ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে সাম্প্রতিককালে পাকিস্তানের দোষ ঢাকার চেষ্টা দেখা গিয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মুখে। পহেলগাম...
Exit mobile version