Monday, May 19, 2025

সকাল থেকে যেভাবে গরম বাড়ছিল তাতে একটানা ঝেঁপে বৃষ্টির (Heavy Rain) প্রার্থনা করছিলেন সকলেই। বরুণ দেবতা খুশি হয়ে আশীর্বাদ করলেন দুপুরের খানিক পরেই। বিকেল ৪টে নাগাদ বুলেটিন প্রকাশ করে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছিল, আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে কলকাতা-সহ (Rain in Kolkata) পাঁচ জেলায় ঝড়বৃষ্টি হবে। ততক্ষণে অবশ্য কয়েক পশলা ঝরতে শুরু করেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। গাইঘাটা থেকে শিলাবৃষ্টির খবর মিলেছে। বীরভূমে (Birbhum) বৃষ্টি ভিজে শুটিং ফাঁকি দিয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া(Actress Dwitipriya)। এবার কলকাতায় (Kolkata) বৃষ্টি আসা ছিল সময়ের অপেক্ষা। হলও তাই, স্বস্তির বৃষ্টি নামল কলকাতায় (Rain in Kolkata)।

কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। বীরভূমের বোলপুর এবং উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় শিলাবৃষ্টি হয়েছে। বৈশাখের মাঝামাঝিতে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছিল। সোমবার দুপুর থেকে আবার পরিবর্তন লক্ষ্য করা গেলেও মঙ্গল বুধে গরম বাড়ছিল। এবার বৃহস্পতিবারে ঠান্ডা হলো কলকাতা সহ দক্ষিণবঙ্গ। তাপপ্রবাহের সম্ভাবনা না থাকলেও এই বৃষ্টির জেরে আগামী কয়েক দিন তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে বলেই আশা করছেন হাওয়া অফিসের কর্তারা।

 

Related articles

ভারতীয় সেনার তৎপরতা – সাহসিকতা! ভেস্তে গেল স্বর্ণমন্দিরে পাকিস্তানের হামলার চক্রান্ত

ভারতীয় সেনার তৎপরতা ও সাহসিকতায় রক্ষা পেল পবিত্র ধর্মস্থান স্বর্ণমন্দির। স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে পাকিস্তানের ছোড়া একের পর এক...

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...
Exit mobile version