Friday, May 9, 2025

স.ন্ত্রাসবাদ ইস্যুতে ‘জিরো টলারেন্স’! SCO সম্মেলনে পাকিস্তান-চিনকে একযোগে আ.ক্রমণ রাজনাথের

Date:

সন্ত্রাসবাদ (Terrorism) ইস্যুতে এবার নাম না করে পাকিস্তানকে (Pakistan) কড়া বার্তা দিল ভারত। শুক্রবার দিল্লিতে এসসিও (SCO) সদস্যভুক্ত দেশগুলির প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) সাফ জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে হবে। আর সেকারণে এসসিও-র সকল সদস্য দেশকে একত্রিত হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানালেন রাজনাথ। শুক্রবার নয়াদিল্লির এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন এসসিও-র সচিব, চিনা প্রতিরক্ষামন্ত্রী, রুশ প্রতিরক্ষামন্ত্রী সহ বিশিষ্টরা। তবে সবাই সশরীরে উপস্থিত থাকলেও এদিনের বৈঠকে পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। আর তারপরই রাজনাথ বলেন, আমাদের উচিত এক হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা। যদি সাংহাই কো-অপারেশন অর্গনাইজেশনকে আরও শক্তিশালী করতে হয়, তাহলে আমাদের একসঙ্গে এই লড়াই লড়তেই হবে।

শুক্রবার বৈঠকের শুরুতেই সভাপতি হিসাবে ভাষণ দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। তিনি সাফ জানান, সন্ত্রাস দমন করতে গেলে সদস্য দেশগুলিকে একজোট হয়ে লড়াই করতে হবে। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এখন নিজেদের আদর্শ ছড়িয়ে দিচ্ছে সন্ত্রাসবাদী সংগঠনগুলি। এমনকি অর্থ সংগ্রহের জন্য সাধারণ মানুষের থেকে চাঁদাও তোলার অভিযোগ উঠছে। আর এই পরিপ্রেক্ষিতে এসসিওকে যদি আরও মজবুত করে তুলতে হয়, সেক্ষেত্রে সমস্ত দেশগুলিকে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে।

পাশাপাশি এদিন রাজনাথ সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া বৈঠকে আফগানিস্তানের (Afghanisthan) পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। রাজনাথ সিং এদিনের বৈঠকে বলেন, এই ফোরামের মাধ্যমে আমরা একে অপরের উদ্বেগের বিষয়ে জানতে পারি এবং মত বিনিময় করতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম।

 

 

Related articles

মু্ম্বই সিটি থেকে ইস্টবেঙ্গলে বিপিন সিং

দলবদলের মরসুমে একের পর এক চমক ইস্টবেঙ্গলের(Eastbengal)। এবার লাল-হলুদ শিবিরে মুম্বই সিটি এফসি(Mumbai City FC) থেকে চলে এলেন...

রবীন্দ্র চর্চার প্রতি দায়বদ্ধতা বাড়ানোর আহ্বান: রবীন্দ্র সদনে কবিগুরুকে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

রাজ্যে রবীন্দ্র চর্চায় নতুন পথ দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবীন্দ্র জয়ন্তী তাই বাংলার সংস্কৃতিতে আলাদা স্থান...

৩৬ জায়গায় ৩০০ থেকে ৪০০ ড্রোন হামলা পাকিস্তানের: তথ্য প্রকাশ ভারতের

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আচমকাই পাক ড্রোন হামলায় ভারতের পশ্চিম প্রান্তের একাধিক শহরে আতঙ্ক ছড়ায়। ভারতীয় সেনার এয়ার ডিফেন্স...

জাতীয় শিক্ষানীতি মানতে রাজ্যকে বাধ্য করা যাবে না: সুপ্রিম নির্দেশে বাংলাকেই মান্যতা, দাবি ব্রাত্যর

সুপ্রিম কোর্ট রাজ্যকে জাতীয় শিক্ষানীতি (NEP 2020) বাস্তবায়নে বাধ্য করতে পারে না, স্পষ্ট করে দিল শীর্ষ আদালত। সেই...
Exit mobile version