BREAKING: সুপ্রিম কোর্টকে কটাক্ষ, পরবর্তী বিচারপতিকে পরিহাস বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

সকালেই সুপ্রিম কোর্ট নিয়োগ মামলা থেকে সরিয়ে দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এরপর দুপুরে বিচারপতি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে সুপ্রিম কোর্টে পাঠানো তাঁর নথির প্রতিলিপি চেয়েছিলেন। সেই প্রশাসনিক নির্দেশের ওপরেও রাতে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্টের বোপান্না-কোহলির বেঞ্চ। তারপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্টকে কটাক্ষ করে বলেন, ‘যুগ যুগ জিও সুপ্রিম কোর্ট’! এবং বলেন ‘যেভাবে এই মামলা আমার হাত থেকে সরিয়ে নেওয়া হল তাতে বাকি নিয়োগ মামলাও আমার হাতে থাকবে বলে মনে হয়না’। সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য একেবারে শেষে, যেখানে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলছেন, ‘ব্যক্তিগত মনখারাপের কোনো জায়গা নেই, আমার পুরো মামলায় ছমাস সময় লেগেছে, নতুন যিনি বিচারপতি আসবেন তাঁর ৬০ বছরও সময় লাগতে পারে। এক একজনের কাজের পদ্ধতি, স্টাইল এক এক রকম’। বিচারপতির এই মন্তব্য ফের বিতর্ক তৈরি।

আরও পড়ুন- ফের সুপ্রিম ধাক্কা: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নথি তলবের নির্দেশে স্থগিতাদেশ শীর্ষ আদালতের

Previous articleChottogram Mongla port : বাংলাদেশের দুই বন্দর ব্যবহারের অনুমতি পেল ভারত
Next articleনজরে নিরাপত্তা, সরকারি স্কুলগুলিতে ‘‌দারোয়ান’‌ নিয়োগের তৎপরতা রাজ্যের