Wednesday, August 27, 2025

বড় সিদ্ধান্ত ফেডারেশনের, রাজ‍্য-জেলা লিগে নিষিদ্ধ বিদেশি ফুটবলার

Date:

বড় সিদ্ধান্ত নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। গোটা দেশে রাজ্য, শহর, জেলা লিগ এবং টুর্নামেন্টে বিদেশি ফুটবলার খেলানোর উপর সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আগামী ১ জুন থেকে দেশের কোনও স্থানীয় লিগ বা টুর্নামেন্টে বিদেশি খেলানো যাবে না। গত জানুয়ারিতে প্রথম ফেডারেশনকে চিঠি দিয়ে মোহনবাগানের তরফে প্রস্তাব দেওয়া হয় আইএফএ শিল্ড, কলকাতা লিগ-সহ বিভিন্ন স্থানীয় টুর্নামেন্টে বিদেশি খেলানোর উপর নিষেধাজ্ঞা আনার জন্য। যাতে ফরোয়ার্ড এবং সেন্টার ব্যাক পজিশনে ভারতীয় ফুটবলাররা বেশি গেম-টাইম পান। সবুজ-মেরুন ম্যানেজমেন্টের সেই প্রস্তাবেই সিলমোহর দিল এআইএফএফ।

গত ১৪ এপ্রিল ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল যে, আসন্ন ২০২৩-২৪ মরশুম থেকে শহর, জেলা এবং রাজ্য লিগের (পুরুষ ও মহিলা) সমস্ত ডিভিশনে বিদেশি ফুটবলার খেলানো যাবে না। এই মর্মে বুধবার রাতে আইএফএ-সহ দেশের সমস্ত রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থাকে চিঠি পাঠিয়ে দিয়েছে এআইএফএফ। সমস্যায় পড়েছে আইএফএ। তারা ফেডারেশনকে অনুরোধ করেছিল, কলকাতা প্রিমিয়ার ডিভিশনে বিদেশি না-খেলানোর নিয়মে যেন ছাড় দেওয়া হয়। কিন্তু এআইএফএফ তাতে রাজি হয়নি। ফলে সমস্যায় পড়েছে আইএফএ। তবে জাতীয় দলে সাপ্লাই লাইন বাড়াতে ফেডারেশনের উদ্যোগকে স্বাগত জানাচ্ছে সবাই।

এদিকে এআইএফএফ-এর এই সিদ্ধান্ত নিয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, ‘‘কলকাতা লিগের প্রিমিয়ার ছাড়া আর কোনও ডিভিশনে বিদেশি খেলে না। প্রিমিয়ার ‘এ’-তে যদি দলগুলো বিদেশি খেলাতে না পারে, তাহলে অনেক সমস্যাই হবে। ক্লাব, স্পনসরদের সঙ্গে আলোচনার প্রয়োজন। বিদেশিহীন লিগ করলে আর্থিকভাবে তার প্রভাব কতটা পড়বে, লিগ চালানো আদৌ সম্ভব হবে কি না, সব কিছু খতিয়ে দেখেই আমরা ফেডারেশনের সঙ্গে কথা বলব।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস


 

Related articles

শান্তনুর বিদেশী মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্ক, এবার রাজ্যকে খতিয়ে দেখতে বলল রাজভবন

বিদেশী মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্ক। এবার রাজভবনের নজরে ডা শান্তনু সেন (Shantanu Sen)। অভিযোগ, চিকিৎসা করতে গিয়ে সত্যিই...

ভারতের অন্তত ৬ লক্ষ কোটির বাজারে ধাক্কা মার্কিন শুল্ক নীতির

বুধবার থেকে ভারতীয় পণ্যের উপর অন্তত ৫০ শতাংশ করে শুল্ক (tariff) লাগু করে দিয়েছে আমেরিকা। খুব সোজা কথায়...

কমনওয়েলথে ভারোত্তোলনে বিশ্বরেকর্ড বাংলার মেয়ে কোয়েলের, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

ভারোত্তোলনে কমনওয়েলথ ইয়ুথ চ্যাম্পিয়নশিপে (Commonwealth weightlifting championship) বাংলার জয়জয়কার। মোট ১৯২ কেজি ভারোত্তোলন করে বিশ্বরেকর্ড বাংলার মেয়ে কোয়েল...

আইপিএল থেকেও অবসর নিলেন, বাইশ গজকে এখনই বিদায় জানাচ্ছেন না অশ্বিন

গত বছরের ডিসেম্বরে বর্ডার-গাভাসকার ট্রফি চলাকালীন টেস্ট(test) ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin )। একদিনের(ODI) ও...
Exit mobile version