Saturday, December 6, 2025

সুপ্রিম কোর্টের লিখিত নির্দেশ এল হাই কোর্টে, দুটি মামলা সরলো বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে

Date:

Share post:

শেষ পর্যন্ত শুক্রবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের লিখিত নির্দেশ এসে পৌঁছল কলকাতা হাই কোর্টে। সেই নির্দেশ হাতে পাওয়ার পরে দেখা যাচ্ছে, সুপ্রিম কোর্ট প্রকৃতপক্ষে দু’টি মামলার শুনানি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরাতে বলেছে।দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে দুপুরে যে নির্দেশ দিয়েছিলেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।
আইনজীবী মহলের একাংশের মধ্যে প্রশ্ন ছিল, শুধুমাত্র তৃণমূল সাংসদ অভিষেকের মামলা থেকেই সরানো হল, না কি নিয়োগ সংক্রান্ত সব মামলা থেকে সরানো হল, তা নিয়ে সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়।কিন্তু প্রত্যেকেই একটা বিষয়ে একমত ছিলেন যে সঠিক কী বলা হয়েছে তা সুপ্রিম কোর্টের নির্দেশের কপি হাতে এলে স্পষ্ট হবে।

সুপ্রিম কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ সংক্রান্ত মামলা থেকে সরতেই হচ্ছে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। সেই মর্মেই নির্দেশ এসেছে কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে। অপরটি কুন্তল ঘোষ বনাম রাজ্য সরকার। তবে উচ্চ প্রাথমিক, নবম-দশম, গ্রুপ সি, ডি মামলা থাকল বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাসেই।

সুপ্রিম কোর্টের লিখিত নির্দেশে বলা হয়েছে, সাক্ষাৎকারের প্রতিলিপি দেখার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওই মামলার বাকি শুনানি অন্য কোনও বিচারপতির হাতে দেবেন।’’ লিখিত নির্দেশে আরও বলা হয়েছে, এই সংক্রান্ত অন্যান্য আবেদনও অন্য এজলাসে সরিয়ে দেওয়ার স্বাধীনতা দেওয়া হল।

তবে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি চাইলে এই সংক্রান্ত অন্যান্য আবেদনের শুনানিও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে অন্যত্র সরিয়ে দিতে পারেন।সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছে সুপ্রিম কোর্ট। এ ক্ষেত্রে বিচারপতি শিবজ্ঞানমের সিদ্ধান্তের ওপরেই নির্ভর করছে পরবর্তী সিদ্ধান্ত। আইনজীবীদের একাংশের বক্তব্য, সুপ্রিম কোর্টের এই ধরনের পরামর্শকে মান্যতাই দিয়ে থাকেন হাই কোর্ট।তাই শেষ পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালতের পরামর্শ অনুযায়ী হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকতে হবে।

আরও পড়ুন- সভাস্থলে আ.গুন! অ.শান্ত মণিপুরে কর্মসূচি বাতিল মুখ্যমন্ত্রীর, বন্ধ ইন্টারনেট পরিষেবাও  

spot_img

Related articles

হাসপাতালের বেডে শুয়ে সন্তানের অপেক্ষায় সোনালি: প্রকাশ করলেন সুপ্ত ইচ্ছা

শুক্রবারই ভারতে ফিয়ে নিয়ে আসা হয়েছে অন্তঃসত্ত্বা সোনালি খাতুন এবং তাঁর ৮ বছর বয়সী ছেলেকে। রাজ্য সরকারের তত্ত্বাবধানে...

কার্ল মার্ক্সের শিষ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়! মেয়ো রোডের মঞ্চ থেকে অভিনব খোঁচা কল্য়াণের

বাংলার দক্ষ প্রশাসক মমতা বন্দ্যোপাধ্য়ায় একদিকে যেমন বাংলার শান্তি সম্প্রীতি রক্ষায় নিজে সচেষ্ট। তেমনই তাঁর সৈনিকেরাও শান্তি-সম্প্রীতি রক্ষার...

বকেয়া নিয়ে সংসদে ভুল বোঝাচ্ছে কেন্দ্র: দিল্লিতে সরব দুই ডেপুটি লিডার

শুধুমাত্র বাংলা বিরোধী জমিদারি চালে বাংলার প্রাপ্য দিতে নারাজ কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার। বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসও ছেড়ে...

বাস্তবিক সর্বধর্ম সমন্বয়ের বার্তা: মেয়ো রোড থেকে বিভাজনের বিরুদ্ধে সরব তৃণমূল

দেশের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন ৬ ডিসেম্বর। প্রতিবছর বাংলার শাসকদল তৃণমূলের তরফে এই দিনটি সংহতি দিবস হিসাবে সম্প্রীতি...