Thursday, August 28, 2025

৪ বছরের কারা.দণ্ড, রাহুলের পর এবার সাংসদ পদ হারাচ্ছেন আফজল আনসারি

Date:

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পর এবার সাংসদ পদ হারাতে চলেছেন আরও একজন। বিজেপি বিধায়ক(BJP MLA) কৃষ্ণানন্দ রাইয়ের(Krishnananda Rai) হত্যা ও অপরহরণ মামলায় বিএসপির সাংসদ আফজল আনসারিকে(Afjal Ansari) চার বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে ১০ বছরের কারাদণ্ড হয়েছে বিএসপির(BSP) প্রাক্তন বিধায়ক মুখতার আনসারির। পাশাপাশি ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।

১৬ বছর আগে উত্তরপ্রদেশে খুন হয়েছিলেন বিজেপি বিধায়ক কৃষ্ণানন্দ রাই। এই হত্যাকাণ্ডে অভিযোগের আঙুল উঠেছিল গ্যাংস্টার তথা মউ জেলার প্রাক্তন বিধায়ক মুখতার আনসারি ও তার ভাই বর্তমান সাংসদ আফজলের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এই মামলা আদালতে চলার পর শনিবার মুখতাকে ১০ বছরের সাজা ও ৫ লক্ষ টাকা জরিমানা এবং আফজলকে চার বছর কারাদন্ডের নির্দেশ দেয় গাজিপুর এমপি এমএলএ আদালত। এই দুজনের বিরুদ্ধেই লাগু হয়েছিল গ্যাংস্টার অ্যাক্ট। তাতেই দোষী সাব্যস্ত হন গ্যাংস্টার আনসারি ভাই। ফলে বর্তমান বিএসপি সাংসদ আফজল আনসারির সাংসদ পদ হারানো এখন শুধু সময়ের অপেক্ষা। কারণ, সংসদীয় আইন অনুযায়ী ফৌজদারি মামলায় যদিও কোনও সাংসদের ২ বছর বা তার বেশি কারাদণ্ড হয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট সাংসদের সদস্যপদ বাতিল হয়ে যায়।

উল্লেখ্য, সময়টা ২০০৫ সাল। সেদিন নিজের পৈতৃক গ্রামে এক বিয়ে বাড়ির অনুষ্ঠান সেরে ফিরছিলেন বিজেপি সাংসজ কৃষ্ণানন্দ রাই। তাঁকে আগে থেকেই খুনের হুমকি নিয়ে সতর্ক করে রেখেছিল স্পেশাল টাস্ক ফোর্স। তাঁকে আগেই বলা হয়েছিল, যে কৃষ্ণানন্দ রাইকে খুন করতে স্থানীয় রাজনৈতিক নেতা ও গ্যাংস্টার মুখতার আনসারির বাড়িতে ভারাটে খুনি আনা হয়েছে। এরপর উত্তর প্রদেশের বাসওয়ানিতে কৃষ্ণানন্দ রাইকে গুলি করে খুন করা হয়। তাঁর সঙ্গে মৃত্যু হয় আরও ৭ জনের। মামলা ওঠে কোর্টে। অভিযুক্ত মুখতার ও আফজালকে গ্রেফতার করা হয়। সেই ঘটনার পর এপ্রিলে মুখতার দোষী সাব্যস্ত হয়ে সাজা পাওয়ার পর মুখ খোলেন কৃষ্ণানন্দ রাইয়ের স্ত্রী। তিনি বলেন, উত্তর প্রদেশে গুণ্ডারাজ শেষ হয়েছে। তাঁর সম্পূর্ণ ভরসা রয়েছে বিচার ব্যবস্থায়।

আরও পড়ুন- মোবাইলে লিঙ্ক পাঠিয়ে প্র.তারণা! ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে উধাও আট লক্ষ টাকা

Related articles

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জাতীয় দলে ফেরার লক্ষ্যে সামি

ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ দিয়েই ফের ভারতীয় দলের জার্সিতে মাঠে ফিরতে চান মহম্মদ সামি(Mohammed...

মহারাষ্ট্রে বহুতল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫!

গণেশ বন্দনার আনন্দ মুহূর্তে বদলে গেছে বিষাদে। উৎসবের মাঝেই মহারাষ্ট্রে বহুতল দুর্ঘটনায় (Building collapsed in Maharashtra) মৃতের সংখ্যা...

রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিহিংসায় পড়ুয়াদের অন্ধকার ঠেলেছে: জয়েন্টের ফল নিয়ে বিরোধীদের নিশানা মমতা-অভিষেকের

রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিহিংসায় ছাত্রছাত্রীদের জীবনকে অন্ধকারের দিকে ঠেলা হয়েছে। বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র...

মর্মান্তিক! গণেশ চতুর্থীর পরের দিনই উদ্ধার হস্তিশাবকের দেহ

গণেশ চতুর্থীর(Ganesh Chaturthi) পরের দিনই উদ্ধার হস্তি শাবকের দেহ। বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর(West Midnapur) জেলার মেদিনীপুর বনবিভাগের আড়াবাড়ি...
Exit mobile version