Thursday, November 6, 2025

কেন্দ্রীয় তদন্তকারী ইডি’র (Enforcement Directorate) টানা জেরার মুখে ভেঙে পড়ছেন অনুব্রতকন্যা সুকন্যা মণ্ডল (Sukanya Mondal)। জেরা চলাকালীন একাধিকবার বাবা এবং ক্যানসার আক্রান্ত বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য কাতর অনুরোধ জানালেও লাভের লাভ কিছুই হয়নি। বর্তমানে কার্যত নাওয়া খাওয়া ভুলতে বসেছেন কেষ্টকন্যা। আর এমন আবহেই শনিবার ফের পিছল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) জেল স্থানান্তরের (Jail Transfer) আর্জি মামলার শুনানি। এদিন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত (Delhi Rouse Avenue Court) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে নিজেদের বক্তব্য জানানোর সময় দিয়েছে বলে খবর। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১ মে।

তবে শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে অনুব্রত মণ্ডলকে সশরীরে পেশ করা হয়নি। এদিন তাঁর আইনজীবী আদালতে জানান, গত বছরের অগাস্ট মাসেই গ্রেফতার করা হয় অনুব্রতকে। তারপর থেকে তাঁকে লাগাতার জিজ্ঞাসাবাদ (Investigation) করা হচ্ছে এবং তিনি সঠিকভাবে তদন্তকারীদের সাহায্যও করছেন। ইতিমধ্যে, তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করে সমস্ত প্রয়োজনীয় তথ্যও পেয়ে গিয়েছেন। কিন্তু এদিন অনুব্রতর আইনজীবী সওয়াল করেন, বর্তমানে তিহার জেলে জেরার সময় বেজায় সমস্যা হচ্ছে অনুব্রতর।

মূলত ভাষাগত (Language Problem) কারণে তাঁকে একাধিবার সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ। আর সেই কারণেই তাঁকে ফের আসানসোল বিশেষ সংশোধনাগারে (Asansol Special Correctional Home) পাঠানোর আর্জি জানানো হয়। প্রয়োজন হলে আসানসোলে গিয়েই তাঁকে জেরা করতে পারে ইডি। তবে এদিন সওয়াল জবাব শোনার পর ইডির মতামত জানতে চায় আদালত। আর সে কারণেই এদিন ইডিকে (Enforcement Directorate) কিছুটা সময় দিল আদালত।

 

 

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version