Wednesday, November 12, 2025

ভারতীয় সেনার গোলন্দাজ বাহিনীতে যোগ দিলেন গালওয়ানে শহিদের স্ত্রী

Date:

গালওয়ানে(Galwan) চিনের(China) সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে শহিদ হয়েছিলেন নায়েক দীপক সিং(Nayek Dipak Singh)। ৩ বছর পর ভারতীয় সেনার গোলন্দাজ বাহিনীতে যোগ দিলেন দীপকের স্ত্রী রেখা সিং(Rekha Singh)। তবে রেখা নন এই বাহিনীতে যোগ দিয়েছেন আর ৫ মহিলা অফিসার। গত এক বছর ধরে চেন্নাইয়ে প্রশিক্ষনের পর অবশেষে লেফটেন্যান্ট পদে পূর্ব লাদাখের(Ladakh) প্রকৃত নিয়ন্ত্রনরেখায় পোস্টিং হল রেখার।

স্বামীর মৃত্যুর পর সেনায় যোগদানের সিদ্ধান্ত নিয়েছিলেন লেফটেন্যান্ট রেখা। তার পর সেনাবাহিনীতে আবেদন করেন। তাঁর আবেদন গ্রহণও করা হয়েছিল। অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে (ওটিএ) প্রশিক্ষণ শেষে শনিবার চেন্নাইয়ে সেনার গোলন্দাজ বাহিনীতে যোগ দিয়েছেন রেখা। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, “আজ আমার প্রশিক্ষণ শেষ হল। আমি এখন থেকে লেফটেন্যান্ট পদে কাজ করব। সেনায় যোগ দিতে পেরে অত্যন্ত গর্ববোধ হচ্ছে। স্বামীর মৃত্যুর পর স্থির করেছিলাম সেনায় যোগ দেব। আজ সেই স্বপ্ন, সেই লক্ষ্যপূরণ করতে পারলাম।” তবে রেখা একা নন শনিবার একসঙ্গে পাঁচজন মহিলা আর্মি অফিসার হিসেবে গোলন্দাজ বাহিনীতে যোগ দিলেন সেনায়। তাঁরা হলেন, লেফটেন্যান্ট মেহক সৈনি, লেফটেন্যান্ট সাক্ষী দুবে, লেফটেন্যান্ট অদিতি যাদব এবং লেফটেন্যান্ট পিয়াস মুদগিল। পাঁচ জনের মধ্যে তিন জনকে ভারত-চিন সীমান্তে পোস্টিং করা হয়েছে। বাকি দু’জনকে ভারত-পাকিস্তান সীমান্তে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত জানুয়ারিতে চিফ অফ আর্মি স্টাফ জেনারেল মনোজ পান্ডে জানিয়েছিলেন মহিলা অফিসারদের গোলন্দাজ বাহিনীতে নেওয়ার পরিকল্পনার কথা। পরে তাঁর প্রস্তাবে সম্মতি দেয় সরকার। সেইমতো এদিন এই বাহিনীতে যোগ দিলেন ৫ মহিলা অফিসার।

উল্লেখ্য, ২০২০ সালে ভারত-চিন সীমান্তে গালওয়ানে দু’দেশের সেনার মধ্যে সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছিল ২০ ভারতীয় সেনার। তাঁদের মধ্যে ছিলেন নায়েক দীপক সিং। ২০২১ সালে তাঁকে মরণোত্তর বীর চক্রে ভূষিত করা হয়।

Related articles

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...
Exit mobile version