Sunday, November 9, 2025

আমেরিকায় ফের ব.ন্দুকবাজের হা.মলা! ম.র্মান্তিক পরিণতি এক শিশু-সহ ৫ জনের  

Date:

আমেরিকায় অজ্ঞাতপরিচয় এক বন্দুকবাজের (Gunman) গুলিতে মৃত্যু হল এক শিশু সহ পাঁচ জনের। মৃতরা সকলে হন্ডুরাস (Honduras) বংশোদ্ভুত বলে পুলিশ সূত্রে খবর। এদিন আততায়ী মাথা লক্ষ্য করে গুলি চালায় বলে জানিয়েছে পুলিশ। আর টেক্সাসের এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে, আততায়ীর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

পুলিশ সূত্রে খবর, শিশু সহ মৃত ওই পাঁচ হন্ডুরাস বংশোদ্ভুত টেক্সাসের (Texas) হাউস্টনের কাছে একটি বাড়িতে থাকতেন। শনিবার আচমকাই বাড়িতে চড়াও হয় অজ্ঞাতপরিচয় ওই হামলাকারী। আর তারপরই নির্বিচারে গুলি চালায় সে। ঘটনাস্থলে আট বছরের এক শিশু সহ মোট পাঁচ হন্ডুরাস বংশোদ্ভুতের মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, হিউস্টন থেকে প্রায় ৫৫ মাইল উত্তরে অবস্থিত ছোট শহর ক্লিভল্যান্ডে হামলা চলে। এআর-১৫ রাইফেল দিয়ে গুলি চালানো হয় বলে খবর।

তবে অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিল বলে জানিয়েছেন হাউস্টনের শেরিফ। সে যা ইচ্ছা তাই করবে বলে হুঁশিয়ারি দেয়। তারপরেই আততায়ী ওই বাড়িতে ঢুকে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করে। বরাত জোরে বেঁচে যায় ২ শিশু। বাড়িতে মোট ১০ জন ছিলেন বলে জানান তিনি। এই ঘটনার পর অভিযুক্ত এলাকা ছেড়ে চম্পট দিয়েছে বলে জানিয়েছে টেক্সাস পুলিশ (Texas Police)। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। অভিযুক্ত মেক্সিকোর বাসিন্দা বলে দাবি করেছে পুলিশ। যতক্ষণ না অভিযুক্ত গ্রেফতার (Arrest) না হচ্ছে, ততক্ষণ স্থানীয়দের বাড়ির বাইরে না যাওয়ার জন্য পুলিশের তরফে আবেদন জানানো হয়েছে।

 

 

 

Related articles

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...
Exit mobile version