Wednesday, August 20, 2025

আদানি-কাণ্ডের (Adani Case) তদন্তে শিল্পপতি গৌতম আদানির (Goutam Adani) ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, তাঁর একাধিক সংস্থার সঙ্গে আদানি গোষ্ঠীর লেনদেন নিয়ে তদন্ত শুরু করেছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI)। গত ১৩ বছরে বিনোদের তিনটি সংস্থার সঙ্গে আদানি গোষ্ঠীর অনথিভুক্ত বিভিন্ন সংস্থার বিনিয়োগ সংক্রান্ত লেনদেন হয়েছে। আর এবার শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি আদানি গ্রুপের বিরুদ্ধে হিন্ডেনবার্গের (Hindenburg) অভিযোগের তদন্ত শেষ করতে সুপ্রিম কোর্টের (Supreme Court of India) কাছে আরও সময় চাইল। বার অ্যান্ড বেঞ্চের রিপোর্ট অনুযায়ী খবর, সেবি তদন্ত শেষ করার জন্য ৬ মাস সময় বাড়ানোর আবেদন করেছে। সুপ্রিম কোর্ট সেই আবেদন গ্রহণ করেছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, তালিকাভুক্ত না থাকা সংস্থাগুলির সঙ্গে আদানি গ্রুপের লেনদেন সম্পর্কিত তথ্য সেবি শনিবার সুপ্রিম কোর্টে জমা দিয়েছে। সেবি রিপোর্টে জানিয়েছে, আগামী ২রা মে সুপ্রিম কোর্টে একটি স্ট্যাটাস রিপোর্ট (Status Report) দাখিল করা হবে। উল্লেখ্য, গত ২ মার্চ আদানি গ্রুপের তদন্তে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে সুপ্রিম কোর্ট। আর সেই কমিটিকে ২ মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয় এবং সেবির হাতে তদন্তভার তুলে দেওয়া হয়।

এছাড়াও, সেবি সাতটি তালিকাভুক্ত কোম্পানির কাছ থেকে ইতিমধ্যে বিশদ এবং নথি চেয়েছে। এর মধ্যে রয়েছে আদানি এন্টারপ্রাইজ, আদানি পাওয়ার, আদানি ট্রান্সমিশন, আদানি গ্রিন এনার্জি, আদানি পোর্টস অঅ্যান্ড এসইজেড, আদানি টোটাল গ্যাস এবং আদানি উইলমার। এর মধ্যে ২০০৯-২০১০ এর আগে তালিকাভুক্ত কোম্পানিগুলির ক্ষেত্রে ১২ বছর পর্যন্ত বিশদ বিবরণ রয়েছে।

 

 

Related articles

বার্ষিক আয়-ব্যয়ের হিসেব মেলেনি! ২৩ পুরসভার বিরুদ্ধে কড়া রাজ্য

বার্ষিক আয়-ব্যয়ের হিসেব জমা না দেওয়ায় রাজ্যের ২৩ পুরসভার বিরুদ্ধে রাজ্য সরকার (State Government) কঠোর অবস্থান নিচ্ছে। পুর...

কীসের আক্রোশ গুজরাটের যুবকের? কেন মারলেন দিল্লির মুখ্যমন্ত্রীকে চড়

পশুপ্রেমী রাজেশ বেশ কিছুদিন ধরেই মানসিকভাবে অস্থির ছিলেন। গুজরাটের রাজকোট থেকে সোজা চলে আসেন দিল্লি। এরপরই বুধবার সকালে...

জলমগ্ন মুম্বই, প্রবল বৃষ্টিতে ডুবল অমিতাভের বাংলো!

বৃষ্টি বিপর্যস্ত মুম্বইতে (Rain Disaster in Mumbai) বিপর্যস্ত জনজীবন। রাস্তাঘাট - বাজার হাট থেকে রেল ট্র্যাকের একটা বড়...

মেট্রো টানেলে জল, অফিস টাইমে ব্যাহত পরিষেবা 

মেট্রো টানেলে জল জমে থাকায় বুধের সকালে অফিস টাইমে বন্ধ পাতালরেল পরিষেবা। চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। যতীন দাস পার্ক...
Exit mobile version