Monday, November 10, 2025

গরু পাচার মামলায় গ্রেফ.তার করা হয়েছে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে (Sukanya Mondal)। গত বুধবার তাকে নিজেকে হেফাজতে নেওয়ার পর বৃহস্পতিবার প্রথম বার সুকন্যাকে কোর্টে পেশ করা হয়। প্রাথমিকভাবে তিন দিনের ইডি (ED) হেফাজতের নির্দেশ দিয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট (Rouse Avenue Court)। সেই মতো তিনদিনের ইডি (ED) হেফাজতের পর আজ রবিবার ভার্চুয়ালি সুকন্যাকে (Sukanya Mondal) আদালতে পেশ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

রবিবার ছুটির দিন হওয়ায় এদিন সুকন্যাকে বিশেষ বিচারক নরেশকুমার লাকা-র এজলাসে এই মামলার শুনানি হয়। সুকন্যার তরফে জামিনের আবেদন বা ইডি-র তরফে জামিনের বিরোধিতা কোনটাই এদিন করা হয়নি। গরু পাচার মামলায় অনুব্রত কন্যার সরাসরি যোগাযোগ আছে কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদে সুকন্যা সহযোগিতা করেননি বলেই অভিযোগ। একাধিক বার তিনি ইডির তলব এড়িয়েছেন। পাশাপাশি তাঁর যে বিশাল সম্পত্তি এর উৎস কোথায় সেই সম্পর্কিত কোন তথ্যই আধিকারিকদের সামনে তুলে ধরতে পারিনি অনুব্রত কন্যা। এই বিষয়ে বিশদে জানতে সুকন্যাকে আরও জেরা করা প্রয়োজন। সেই কারণে তাঁকে নিজেদের হেফাজতে না চাইলেও, জেল হেফাজতের আবেদন জানানো হয় ইডির তরফে। ইডি-র আইনজীবী জানান, সুকন্যার নামে কোটি কোটি টাকার সম্পত্তি ও একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। গরুপাচার থেকেই এই টাকা বলে তাঁদের অনুমান। এইসব শোনার পরেই ১২ দিনের সুকন্যা মন্ডলের জেল হেফাজতের নির্দেশ দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। আগে থেকে জল্পনা ছিল যে বাবার মতো তিহাড় জেলে ঠাঁই পেতে চলেছেন সুকন্যা মণ্ডল। এবার সেই জল্পনাই সত্যি হল। আগামী ১২ মে পর্যন্ত তিহাড় জেলে বাবার পাশের সেল ৬ নম্বরে থাকবেন সুকন্যা। সূত্রের খবর সুকন্যা জেলে বই নিয়ে যাওয়ার অনুমতি চেয়েছেন। পাশাপাশি তিনি তাঁর বাবা অনুব্রত মণ্ডল এবং এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে ১০ মিনিট কথা বলার আর্জি জানান। এক্ষেত্রে জেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে বলে স্পষ্ট জানিয়ে দেন বিচারক।

 

Related articles

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...

নোটবন্দির মতো ভোটবন্দি! SIR স্থগিত করা উচিৎ: বৈধ না কাটলে প্রত্যাঘাতের বার্তা মমতার

নোটবন্দির মতো ভোটবন্দি করছে মোদি সরকার। ফের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

GST তুলে দেওয়া উচিত: বিপর্যয়ে কোন বছর কত কোটির বঞ্চনা কেন্দ্রের, হিসাব পেশ মুখ্যমন্ত্রীর

আমফান থেকে রেমাল বা ডানা। যে কেন্দ্রের সরকার সাধারণ মানুষের ন্যায্য বাড়ি তৈরির বা একশো দিনের কাজের টাকা...

উত্তরের ভূমিকন্যাকে উত্তরকন্যা থেকে উপহার মুখ্যমন্ত্রীর, বিশ্বজয়ী ক্রিকেটারের নামে ক্রিকেট স্টেডিয়াম

বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য উত্তরের ভূমিকন্যা রিচা ঘোষ (Richa Ghosh)। CAB-তে তাঁকে বঙ্গভূষণ সম্মান, রাজ্য পুলিশের...
Exit mobile version