Saturday, May 3, 2025

সাম্প্র.দায়িকতা নয়, দেশের শ.ত্রুদের বিরোধিতায় ‘দ্য কেরালা স্টোরি’!

Date:

সিনেমার টিজার থেকেই জল্পনা শুরু। ট্রেলার মুক্তি পেতে বেড়েছে বিতর্ক। বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের (Sudipta Sen) ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) কি মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে তৈরি হয়েছে? কেরালার মুখ্যমন্ত্রীর পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) ইতিমধ্যেই সোচ্চার হয়ে জানিয়েছেন এই সিনেমা নাকি ধর্মনিরপেক্ষ পরিবেশকে বিঘ্নিত করছে। বাস্তবকে ভুল ভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে ছবির নির্মাতাদের বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেস নেতা শশী থারুরও (Sashi Tharur)। এই বিতর্কের মাঝেই এবার মুখ খুললেন স্বয়ং পরিচালক। স্পষ্ট করে জানিয়ে দিলেন এই ছবির আসল টার্গেট, জঙ্গিগোষ্ঠীর কার্যকলাপ সম্পর্কে সত্যি ঘটনা মানুষের সামনে তুলে ধরা।

সিনেমা দিয়ে বিতর্ক নতুন কোন ঘটনা নয়। এর আগে দ্য কাশ্মীর ফাইলসের ক্ষেত্রেও একই কাণ্ড হয়েছিল। তখন রীতিমতো হুমকি পেতে হয় পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে। কিন্তু ‘দ্য কেরালা স্টোরি’তে এমন কি আছে? যার জন্য সুর চড়িয়েছেন রাজনৈতিক নেতৃত্বরা? ছবির ট্রেলার বলছে, কেরালা থেকে ৩২ হাজার মহিলা নিখোঁজ হয়ে যান, যাঁরা পরবর্তীতে জঙ্গিগোষ্ঠী আইসিসে যোগ দেন। এখানেই যত সমস্যা। যেহেতু কেরালার ঘটনা দেখানো হয়েছে তাই সেই রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে অন্যান্য নেতৃত্বরা ছবির বিরুদ্ধে সরব প্রযোজক বিপুল শাহ বলেন, কেরালা রাজ্যের বিরুদ্ধে ছবিতে কিছুই দেখানো হয়নি। এখানে টার্গেট জঙ্গিরা, মুসলিমরা নয়। তিনি সে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই ছবি দেখার অনুরোধ করেন। পরিচালক সুদীপ্ত বলছেন মাসের পর মাস পড়াশুনা করার পর এই ছবির চিত্রনাট্য তৈরি করা হয়েছে তাই না জেনে অকারনে বিতর্ক বাড়িয়ে ছবির ক্ষতি করা কখনোই উচিত নয়। নির্যাতিতাদের সঙ্গে কথা বলি এই ছবির প্রতিটি দৃশ্যপট নির্বাচন করা হয়েছে বলে মত সুদীপ্তর। আগামী শুক্রবার ছবিটি মুক্তি পাওয়ার কথা। বিতর্কে জেরে বয়কট গ্রুপের মধ্যে পড়বে না তো নতুন ছবি, আশঙ্কায় সিনেমা বিশেষজ্ঞরা।

 

Related articles

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...
Exit mobile version