ব্যাপক সাফল্য, দুয়ারে সরকারে রেকর্ড অনুমোদন রাজ্যের

রাজ্যে ষষ্ঠ দফায় দুয়ারে সরকার শিবিরে রেকর্ড অনুমোদন। পরিসংখ্যান বলছে শেষ দিন পর্যন্ত বিভিন্ন সরকারি পরিষেবা পেতে মোট দশ লক্ষ সত্তর হাজার ৯৮৮ জনের আবেদনের অনুমোদন দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ৫ দফায় দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়েছে গোটা রাজ্য জুড়ে। এই পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য রাজ্য জুড়ে মোট ৯৩ হাজার ৮৫০টি শিবিরের আয়োজন করা হয়েছিল বলে সরকারিভাবে জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রথম দফায় গত ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত এই কর্মসূচিতে ৯৪ হাজার ৪১৯টি শিবিরের মাধ্যমে আবেদন জমা নেওয়া হয়েছিল। সব আবেদন খতিয়ে দেখে যোগ্য আবেদনকারীদের ৩০ তারিখের মধ্যে পরিষেবা পৌঁছে দেওয়া নিশ্চিত করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যােপাধ্যায়। যেসব আবেদন বাতিল হবে তার কারণও আবেদনকারীদের আবশ্যিকভাবে জানিয়ে দেওয়ার কথা বলেছিলেন তিনি।

আরও পড়ুন- সাফাই দিতে গিয়ে ফের বেফাঁস মন্তব্য ব্রিজভূষণের, অভিযোগ নিয়ে কী বললেন?

Previous articleএশিয়া কাপ নিয়ে মতবিরোধ চলছেই, বিকল্প ভাবনা বোর্ডের
Next articleট্রাক টার্মিনাস থেকে রাজ্যের আয় দু’শো কোটি