Tuesday, November 4, 2025

শৌচালয়ে ছাত্রীর ভিডিও করার অভিযোগ! শোরগোল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে

Date:

শৌচালয়ে (Washroom) ছাত্রীর ব্যক্তিগত মুহূর্ত মোবাইলে ভিডিয়ো রেকর্ডিংয়ের (video Recording) অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (Presidency University)। জানা গিয়েছে, অভিযুক্ত ক্যাম্পাসেরই এক ছাত্র। অভিযোগকারী এক সিনিয়র ছাত্রী। এদিকে অভিযুক্তের বিরুদ্ধে কড়া শাস্তির দাবিতে অভিযোগ দায়েরের পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি কর্তৃপক্ষের কাছে ইমেল মারফৎ পাঠাচ্ছেন পড়ুয়ারা।

ঘটনার সূত্রপাত গত বুধবার। অভিযোগকারী ছাত্রী জানান, সে দিন দুপুরে ডিরোজিও ভবনের একতলায় একটি শৌচালয়ে যান তিনি। ডিরোজিয়ো ভবনে ছাত্র এবং ছাত্রীদের শৌচাগার পাশাপাশি। আর তার মাঝে রয়েছে একটি দেওয়াল। আচমকাই তিনি দেখেন, একটি মোবাইল ক্যামেরা তাঁর দিকে তাক করা। আতঙ্কিত হয়ে সহপাঠীদের সব জানান তিনি। ডিন অফ স্টুডেন্টসের কাছে অভিযোগ জানাতে যান। পরে ছাত্রছাত্রীরাই এক জনকে চিহ্নিত করে তাঁকে চেপে ধরেন। কিন্তু দেখা যায়, ছাত্রটির মোবাইল ফোনের গ্যালারিতে কোনও ছবি বা ভিডিয়ো নেই। এতে সন্দেহ বাড়ায় ছাত্রের হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখেন পড়ুয়ারা। অভিযোগ, সেখানে বেশ কিছু আপত্তিকর কথোপকথন, প্রেসিডেন্সির ছাত্রীদের ছবি ও ভিডিয়ো শেয়ার করা হয়েছে বলে দেখা যায়। এতে তার প্রতি সন্দেহ বাড়ে। সূত্রের খবর, ওই ছাত্র ভিডিয়ো রেকর্ডিং করার চেষ্টার কথা স্বীকার করে মুচলেকাও দিয়েছেন। যদিও তাঁর মোবাইল বন্ধ থাকায় ফোন এবং মেসেজ পাঠিয়েও প্রতিক্রিয়া জানা যায়নি।

ছাত্রীদের একাংশের অভিযোগ, ক্যাম্পাসে (Campus) ক্রমশ নিরাপত্তাহীনতা বোধ করছেন তাঁরা। যদিও বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ঘটনায় ‘জিরো টলারেন্স’ (Zero Tolerance) নীতি নেওয়া হয়েছে।

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version