ফের গ্রুপ-ডি নিয়োগ মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে

এখনও কার্যকর হয়নি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ।

আরও এক বার গ্রুপ-ডি নিয়োগ মামলার শুনানি পিছিয়ে গেল। এর ফলে রীতিমতো হতাশ চাকরিপ্রার্থীদের একাংশ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে তা সাময়িক ভাবে স্থগিত হয়ে যায়। ফলে এখনও কার্যকর হয়নি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ। এই অবস্থায় গ্ৰুপ ডি চাকরিপ্রার্থীদের একাংশ ভরসা রেখেছিলেন শীর্ষ আদালতের ওপর।

সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে এই মামলাটির শুনানি ছিল। সেখানে আগেই চাকরিহারাদের এক আইনজীবী বিচারাধীন বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের টিভি সাক্ষাৎকার নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এর আগে নিয়োগ সংক্রান্ত দু’টি মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এখন চাকরিপ্রার্থীদের আশঙ্কা, এই মামলার ক্ষেত্রেও একই যুক্তি দেখাতে পারেন চাকরিহারারা।
এই মামলার পরবর্তী শুনানি বুধবার। বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ সোমবার শুনানি পিছিয়ে দেয়।

 

Previous articleনিয়ন্ত্রন হারিয়ে খাদে বাস! মেক্সিকোয় ম.র্মান্তিক পরিণতি ১৮ জনের
Next articleসুপ্রিম নির্দেশকে মান্যতা! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের থেকে নথি তলব, শুরু বেঞ্চ বদলের প্রক্রিয়া