Tuesday, November 11, 2025

১৭৫তম বছরে বেথুন কলেজিয়েট স্কুল: বর্ণাঢ্য শোভাযাত্রায় গানে গানে মুখরিত রাজপথ

Date:

জয়িতা মৌলিক: ২১ জন ছাত্রীকে নিয়ে পথ চলা শুরু করে দেশের প্রথম মেয়েদের বিদ্যালয় ক্যালকাটা ফিমেল স্কুল। সালটা ১৮৪৮। পরে এই স্কুলের নাম হয় বেথুন কলেজিয়েট স্কুল (Bethune Collegiate School)। নারীশিক্ষার নবজাগরণে পথিকৃত স্যার জন এলিয়েট ড্রিঙ্ক ওয়াটার বেথুন (Sir John Elliot Drink Water Bethune) এই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। সঙ্গে ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যালয়, মদনমোহন তর্কালঙ্কার। শুরু হয় নবদিগন্ত। সেই স্কুল ১৭৫তম বছরে পদার্পন করল। সেই উপলক্ষ্যে মঙ্গলবার, সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

বর্তমান ছাত্রীদের সঙ্গে পদযাত্রায় পা মেলান প্রাক্তন ছাত্রীরাও। ছিলেন স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষিকারাও। ছিল বেথুন স্কুলের রেপ্লিকা-সহ বিভিন্ন ধরনের কাটআউট দিয়ে সাজানো ট্যাবলো। বেথুন বাড়ি থেকে শোভাযাত্রা শুরু হয়ে স্বামী বিবেকানন্দর বাড়ি হয়ে রাজপথ ধরে এগিয়ে চলে শোভাযাত্রা। খোলা গলয়া একের পরে বেথুন-সঙ্গীত-সহ বিভিন্ন গান গাইতে গাইতে এগিয়ে চলেন ছাত্রী ও প্রাক্তনীরা।

রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর- সবার বাড়িতে প্রণাম জানিয়ে মানিকতলার মোড় ঘুরে আবার পদযাত্রা ফিরে আসে বেথুন বাড়িতে। এই পদযাত্রায় পা মেলান ৬২ সালে উচ্চ মাধ্যমিক পাশ করা ভাবানী দি-র থেকে প্রিপ্রাইমারির ছাত্রীরা।

তবে, এখানেই শেষ নয়, ৭ তারিখ স্কুলে রয়েছে অনুষ্ঠান। মূল অনুষ্ঠান হবে ১০ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এছাড়াও পুনর্মিলন অনুষ্ঠান, বৃক্ষরোপন-সহ বছরভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version