Monday, August 25, 2025

১৭৫তম বছরে বেথুন কলেজিয়েট স্কুল: বর্ণাঢ্য শোভাযাত্রায় গানে গানে মুখরিত রাজপথ

Date:

জয়িতা মৌলিক: ২১ জন ছাত্রীকে নিয়ে পথ চলা শুরু করে দেশের প্রথম মেয়েদের বিদ্যালয় ক্যালকাটা ফিমেল স্কুল। সালটা ১৮৪৮। পরে এই স্কুলের নাম হয় বেথুন কলেজিয়েট স্কুল (Bethune Collegiate School)। নারীশিক্ষার নবজাগরণে পথিকৃত স্যার জন এলিয়েট ড্রিঙ্ক ওয়াটার বেথুন (Sir John Elliot Drink Water Bethune) এই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। সঙ্গে ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যালয়, মদনমোহন তর্কালঙ্কার। শুরু হয় নবদিগন্ত। সেই স্কুল ১৭৫তম বছরে পদার্পন করল। সেই উপলক্ষ্যে মঙ্গলবার, সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

বর্তমান ছাত্রীদের সঙ্গে পদযাত্রায় পা মেলান প্রাক্তন ছাত্রীরাও। ছিলেন স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষিকারাও। ছিল বেথুন স্কুলের রেপ্লিকা-সহ বিভিন্ন ধরনের কাটআউট দিয়ে সাজানো ট্যাবলো। বেথুন বাড়ি থেকে শোভাযাত্রা শুরু হয়ে স্বামী বিবেকানন্দর বাড়ি হয়ে রাজপথ ধরে এগিয়ে চলে শোভাযাত্রা। খোলা গলয়া একের পরে বেথুন-সঙ্গীত-সহ বিভিন্ন গান গাইতে গাইতে এগিয়ে চলেন ছাত্রী ও প্রাক্তনীরা।

রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর- সবার বাড়িতে প্রণাম জানিয়ে মানিকতলার মোড় ঘুরে আবার পদযাত্রা ফিরে আসে বেথুন বাড়িতে। এই পদযাত্রায় পা মেলান ৬২ সালে উচ্চ মাধ্যমিক পাশ করা ভাবানী দি-র থেকে প্রিপ্রাইমারির ছাত্রীরা।

তবে, এখানেই শেষ নয়, ৭ তারিখ স্কুলে রয়েছে অনুষ্ঠান। মূল অনুষ্ঠান হবে ১০ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এছাড়াও পুনর্মিলন অনুষ্ঠান, বৃক্ষরোপন-সহ বছরভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version