Tuesday, August 12, 2025

মায়ের কাছে বড় হওয়া, পুত্রের পাসপোর্ট থেকে বাবার নাম সরানোর নির্দেশ দিল্লি হাইকোর্টের

Date:

‘সিঙ্গল মাদার’ হিসাবে ছেলেকে মানুষ করেছেন তরুণী। তাই ছেলের পাসপোর্ট থেকে বাবার নাম সরানোর আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। মামলাকারীর পুত্র এখনও নাবালক। তিনি আদালতে জানান, তাঁর সন্তান জন্মের আগেই তার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছেন। তিনি সন্তানের দায়িত্ব নিতে চাননি। সন্তানকে তরুণী একাই বড় করে তুলেছেন। তাতে তার বাবার কোনও কৃতিত্ব নেই আদৌ।
যেখানে বাবার কোনও চিহ্নই নেই, সেখানে শুধুমাত্র প্রমাণ হিসাবে বাবার নাম থাকার প্রয়োজন নেই । সন্তানকে বড় করে তোলার ক্ষেত্রে বাবার কোনও ভূমিকাই পালন করা হয়নি । এই সমস্ত কারণ দেখিয়ে ,আদালতের দ্বারস্থ হয়ে ওই তরুণী নাবালক পুত্রের পাসপোর্ট থেকে বাবার নাম সরানোর আর্জি জানান।সেই আর্জিতেই সিলমোহর দিয়ে পাসপোর্ট থেকে বাবার নাম সরানো নির্দেশ দেন দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতিভা এম সিংহ।
দিল্লি হাই কোর্টের বিচারপতি প্রতিভা এম সিংহের পর্যবেক্ষণ, এ ক্ষেত্রে, বাবা সন্তানকে সম্পূর্ণ ত্যাগ করে গিয়েছেন। মামলাটি ‘বিরল’ এবং ‘অদ্ভুত’ বলেও মন্তব্য করেছেন তিনি। তার পরেই পুত্রের পাসপোর্ট থেকে বাবার নাম সরিয়ে অভিভাবক হিসাবে শুধু মায়ের নাম রাখার নির্দেশ দেন তিনি।
বিচারপতি পাসপোর্ট কর্তৃপক্ষকে ওই নাবালকের পাসপোর্ট আবার নতুন করে তৈরি করার নির্দেশ দিয়েছেন। তাঁর পর্যবেক্ষণ, বিশেষ বিশেষ ক্ষেত্রে সন্তানের জন্মদাতা বাবার নাম নথিপত্র থেকে সরানো যেতে পারে।

 

Related articles

বক্স অফিসে ব্যর্থ ভাইজান, ক্রিকেট মাঠেই লক্ষ্মীলাভের রাস্তা খুঁজছেন সলমন!

একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় বক্স অফিসে গত কয়েকবছরে বড় লক্ষ্মী লাভের মুখ দেখেননি বলিউডের ভাইজান। তাই...

মুখ্যমন্ত্রীর নির্দেশে চাকলায় লোকনাথ মন্দির চত্বরের রাস্তা মেরামতির কাজ শুরু

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে শুরু হল চাকলা লোকনাথ মন্দির (Loknath Temple, Chakla) চত্বরের রাস্তা মেরামতির...

কলকাতার হোটেল থেকে BSF জওয়ানের দেহ উদ্ধারে চাঞ্চল্য!

দুদিন ধরে হোটেলের রুম থেকে বেরোতে দেখা যায়নি তাঁকে। অবশেষে বেরোলো মৃতদেহ। কলকাতার ভিআইপি রোডের (VIP road) একটি...

রাজ্যের বিভিন্ন দফতরে নতুন কর্মী নিয়োগ, অনুমোদন মন্ত্রিসভার

রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট ৬২৭টি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে জানা গেছে,...
Exit mobile version