Monday, November 17, 2025

মায়ের কাছে বড় হওয়া, পুত্রের পাসপোর্ট থেকে বাবার নাম সরানোর নির্দেশ দিল্লি হাইকোর্টের

Date:

‘সিঙ্গল মাদার’ হিসাবে ছেলেকে মানুষ করেছেন তরুণী। তাই ছেলের পাসপোর্ট থেকে বাবার নাম সরানোর আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। মামলাকারীর পুত্র এখনও নাবালক। তিনি আদালতে জানান, তাঁর সন্তান জন্মের আগেই তার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছেন। তিনি সন্তানের দায়িত্ব নিতে চাননি। সন্তানকে তরুণী একাই বড় করে তুলেছেন। তাতে তার বাবার কোনও কৃতিত্ব নেই আদৌ।
যেখানে বাবার কোনও চিহ্নই নেই, সেখানে শুধুমাত্র প্রমাণ হিসাবে বাবার নাম থাকার প্রয়োজন নেই । সন্তানকে বড় করে তোলার ক্ষেত্রে বাবার কোনও ভূমিকাই পালন করা হয়নি । এই সমস্ত কারণ দেখিয়ে ,আদালতের দ্বারস্থ হয়ে ওই তরুণী নাবালক পুত্রের পাসপোর্ট থেকে বাবার নাম সরানোর আর্জি জানান।সেই আর্জিতেই সিলমোহর দিয়ে পাসপোর্ট থেকে বাবার নাম সরানো নির্দেশ দেন দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতিভা এম সিংহ।
দিল্লি হাই কোর্টের বিচারপতি প্রতিভা এম সিংহের পর্যবেক্ষণ, এ ক্ষেত্রে, বাবা সন্তানকে সম্পূর্ণ ত্যাগ করে গিয়েছেন। মামলাটি ‘বিরল’ এবং ‘অদ্ভুত’ বলেও মন্তব্য করেছেন তিনি। তার পরেই পুত্রের পাসপোর্ট থেকে বাবার নাম সরিয়ে অভিভাবক হিসাবে শুধু মায়ের নাম রাখার নির্দেশ দেন তিনি।
বিচারপতি পাসপোর্ট কর্তৃপক্ষকে ওই নাবালকের পাসপোর্ট আবার নতুন করে তৈরি করার নির্দেশ দিয়েছেন। তাঁর পর্যবেক্ষণ, বিশেষ বিশেষ ক্ষেত্রে সন্তানের জন্মদাতা বাবার নাম নথিপত্র থেকে সরানো যেতে পারে।

 

Related articles

অভিষেকের অনুরোধে অনশন প্রত্যাহার, মঞ্চেই অসুস্থ মমতাবালা ঠাকুর ভর্তি হাসপাতালে

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অনুরোধে রবিবার রাতেই SIR-এর প্রতিবাদে চলা অনশন প্রত্যাহারের কথা...

গণহত্যার নির্দেশ দিইনি: মৃত্যুদণ্ডের নির্দেশ রাজনৈতিক উদ্দেশ্যমূলক, বিবৃতি হাসিনার

জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যা হয়েছিল তার নির্দেশ তিনি দেননি, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের পরে বিবৃতি পেশ প্রাক্তন...

ইরানের চ্যাম্পিয়নদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শুরু লাল হলুদের মহিলা ব্রিগেডের

এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব বাম খাতুনের বিরুদ্ধে ৩-১ গোলে জয়ী ইস্টবেঙ্গল(East Bengal)। লাল-হলুদ ব্রিগেডের হয়ে গোল...

তলানিতে নারী নিরাপত্তা! দিল্লিতে স্টেশনের কাছে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার

বিজেপিশাসিত রাজ্য। কেন্দ্রের অধীন আইনশৃঙ্খলা। আর সেখানে তলানিতে নারী নিরাপত্তা। উত্তর-পশ্চিম দিল্লির (Delhi) আদর্শ নগর রেলস্টেশনের কাছে উদ্ধার...
Exit mobile version