Monday, November 17, 2025

হিন্দু বিরোধী মন্তব্যকারীদের গু.লি করে মা.রা হবে: বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক

Date:

কর্ণাটক(Karnataka) বিধানসভা নির্বাচন(Assembly Election) উপলক্ষ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজ্যজুড়ে জোরকদমে প্রচার চালাচ্ছে শাসক ও বিরোধী। কট্টর হিন্দুত্বকে সামনে রেখে এই রাজ্যে ভোট প্রচারে নেমে পড়েছে বিজেপি(BJP)। সেই পথেই এবার চরম বিতর্কিত মন্তব্য করলেন কর্নাটকের বিজেপি বিধায়ক বাসানাগৌড়া পাটিল ইয়াৎনাল(Basanagouda Patil Yatnal)। কড়া সুরে তিনি জানিয়ে দিলেন, “যদি কেউ হিন্দু বিরোধী মন্তব্য করে তবে তাঁকে গুলি করে খুন করা হবে। এবং যদি কেউ দেশবিরোধী মন্তব্য করে তবে তাঁর জন্য বরাদ্দ এনকাউন্টার।” বিজেপি বিধায়কের এহেন মন্তব্যের পর পদ্ম শিবিরের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে বিরোধী দল কংগ্রেস(Congress)।

আসলে কর্নাটকে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তরপ্রদেশের যোগী শাসনের কথা তুলে ধরেন ইয়াৎনাল। সাম্প্রতিক সময়ে পুলিশি ঘেরাটোপে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন গ্যাংস্টার আতিক আহমেদ ও তাঁর ভাই। সেই প্রসঙ্গ তুলে ধরে কর্নাটকের বিজেপি বিধায়ক জানান, “কর্নাটকে বিজেপি ক্ষমতায় এলে যোগী আদিত্যনাথের স্টাইলে সরকার চলবে। যদি কেউ দেশবিরোধী মন্তব্য করে তবে তাঁকে এনকাউন্টার করা হবে। আমরা তাকে জেলে পাঠাবো না। একইরকমভাবে রাস্তাতেই নেওয়া হবে সিদ্ধান্ত।” একইসঙ্গে তিনি জানান, ‘আর যদি কেউ ভারত বিরোধী কথা বলেন তবে তাকে গুলি করা হবে।”

উল্লেখ্য, ভোটমুখি কর্নাটকে বিতর্কিত মন্তব্য অবশ্য এই প্রথমবার নয়, এর আগে বিজেপি বিধায়ক বাসন গৌড়া কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, সোনিয়া গান্ধী হলেন বিষকন্যা। অবশ্য তাঁর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষধর সাপের সঙ্গে তুলনা করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আক্রমণ ও পালটা আক্রমণে কর্নাটক রাজনীতি যখন সরগরম ঠিক সেই সময় হিন্দু বিরোধী মন্তব্যে গুলি করে মারার নিদান দিলেন আর এক বিজেপি বিধায়ক।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version