ছোড়া হল পাথর! ভাঙল জানলার কাঁচ! উদ্বোধন হতেই কেরলে ক্ষতিগ্রস্ত বন্দে ভারত

উদ্বোধন হতেই বন্দে ভারত লক্ষ্য করে ছোড়ার অভিযোগ! এ বার ঘটনাস্থল কেরল। দক্ষিণ রেল সূত্রে খবর, তিরুঅনন্তপুরম থেকে কাসারগড় যাওয়ার পথে ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে।ঘটনায় কেউ হতাহত না হলেও ট্রেনটির একটি কোচের জানলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন:ক্লাস সিক্সের নাবালিকার চল্লিশোর্ধ্ব বর!

দক্ষিণ রেল জানিয়েছে, এই ঘটনায় পুলিশ একটি মামলা রুজু করেছে। একই সঙ্গে ট্রেনের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল বন্দে ভারত উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।সেই উদ্বোধনের এক সপ্তাহের মধ্যেই পাথর ছোড়ার ঘটনা ঘটল।



যদিও মোদির এই বন্দে ভারত ট্রেনটির উদ্বোধনের পরই পরই পাথর ছোড়ার ঘটনা শুধু কেরলেই নয়, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, পশ্চিমবঙ্গ এমনকি যোগীরাজ্য উত্তরপ্রদেশেও ঘটেছে। এক দু’বার নয় বহুবার দেশের একাধিক রাজ্য থেকে ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছোড়ার মত ঘটনা প্রকাশ্যে এসেছে। রেল সূত্রে সতর্কবার্তা দিয়ে জানানো হয়েছে, যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত থাকবেন বা যাঁরা অভিযুক্ত তাঁদের পাঁচ বছরের জেল, সঙ্গে জরিমানাও করা হবে। এই হুঁশিয়ারি দেওয়ার পরেও একই ঘটনা বারংবার ঘটে চলেছে। যা ভারতীয় রেলের চিন্তার কারণ হয়ে উঠেছে। পাথর ছোড়া আটকাতে নিরাপত্তাও জোরদার করা হয়েছে। কিন্তু তাতেও এই ঘটনা এড়ানো যাচ্ছে না।