Tuesday, May 6, 2025

আইপিএলের ম্যাচে বিতর্কে জড়ালেন বিরাট কোহলি ও গৌতম গম্ভীর। গতকাল লখনউয়ের একানা স্টেডিয়ামে লখনউকে হারানোর পর বিরাট কোহলির সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন গৌতম গম্ভীর । এই ঘটনায় এবার কড়া পদক্ষেপ নিল বিসিসিআইয়ের শৃঙ্খলারক্ষা কমিটি। ২০১১ সালের বিশ্বকাপজয়ী দুই তারকাকে জরিমানা করল।

বিসিসিআইয়ের বিবৃতি অনুযায়ী, গম্ভীর ও কোহলি দু’জনেই বোর্ডের সংবিধানের দ্বিতীয় স্তরের দোষ করেছেন। আইনের ২.২১ নম্বর ধারায় তাঁরা দোষি। অন্যদিকে লখনউ সুপার জায়ান্টসের নবীন উল হককেও জরিমানা করা হয়েছে। তিনি প্রথম স্তরের দোষ করেছেন। এই আফগান পেসার বিরাট-গম্ভীরের মধ্যে দ্বন্দ্বে ঢুকে পড়েছিলেন।বিসিসিাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের ম্যাচ ফি-র ১০০% কেটে নেওয়া হয়েছে। অন্যদিকে নবীন উল হকের ম্যাচ ফি-র ৫০% কেটে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে সমস্যা নতুন নয়। অতীতেও এই দু’জনকে বিতর্কে জড়াতে দেখা গিয়েছিল। এবার একানা স্টেডিয়ামে ম্যাচের মধ্যেই আগ্রাসীভাবে বিরাটকে দেখা যায়। সেলিব্রেশন থেকে শুরু করে প্রতিটা বিষয়ে বিরাটকে আগ্রাসী হতে দেখা যায়। চিন্নস্বামীতে RCB-কে পরাস্ত করে গৌতম গম্ভীর যেই আগ্রাসন দেখিয়েছিলেন সেটারই পাল্টা দিলেন বিরাট কোহলি।
তবে অনেকে মনে করছেন এই ম্যাচে সমস্যার সূত্রপাত হয়েছে গৌতম গম্ভীরের জন্য। ম্যাচের পর কাইল মেয়ার্স বিরাট কোহলির সঙ্গে কথা বলছিলেন। সেই সময় গম্ভীর মেয়ার্সকে টেনে নিয়ে যান। এতে বিরাট কিছু বলেন। পাল্টা বলেন গম্ভীরও। এতেই শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। সেই সময় মাঝে প্রবেশ করেন নবীন উল হক। তিনি বিরাটকে পাল্টা কিছু বলতে যান।এরপর বিরাটকে সতীর্থরা সরিয়ে নিলেও গম্ভীর বিরাটকে উদ্দেশ্য করে কিছু বলতে থাকেন। পাল্টা বিরাট এগিয়ে যান ও গম্ভীরের সঙ্গে সম্মুখ সমরে হন। পরিস্থিতি এতটাই ঘোরালো হয় যে ফাফ ডু প্লেসি ও কেএল রাহুলকে এগিয়ে আসতে হয় দু’জনকে থামাতে।

Related articles

দিঘায় ‘জগন্নাথ ধাম’ লেখা সরানোর অভিযোগ মিথ্যে, গুজবের বিরুদ্ধে মামলা পুলিশের

পূর্ব মেদিনীপুরের দিঘায় 'জগন্নাথ ধাম' (Jagannath Dham) লেখা সরানো নিয়ে বিতর্কের অবসান ঘটালো জেলা পুলিশ। ছবিসহ সোশ্যাল মিডিয়ায়...

আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ

ওয়াকফ সংশোধনী আইন (WAQF ammendment act) নিয়ে অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আজ দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...
Exit mobile version