Monday, November 10, 2025

হরিদেবপুরে মাকেই পু*ড়িয়ে মা*রার ছক কষেছিল মেয়ে! গ্রে*ফতার করে হোমে পাঠালো পুলিশ

Date:

সকালে শুরু হয়েছিল যে নাটক, বিকেল গড়িয়ে সন্ধ্যায় তাতে নয়া মোড়। হরিদেবপুরে মা এবং তার প্রেমিকের বিরুদ্ধে মেয়ের অভিযোগ নিয়ে তদন্ত করতে গিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের। প্রথমে অভিযোগ ছিল মেয়ের তরফে । বলা হয়েছিল তাকে মারতেই ইচ্ছাকৃতভাবে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে মা। এই অভিযোগ পাওয়ার পর মেয়েটিকে সারাদিন জিজ্ঞাসাবাদ করে পুলিশ ।

শেষ পর্যন্ত মঙ্গলবার সন্ধেতে পুলিশ জানতে পারল, গোটা ঘটনা ওই নাবালিকার মন গড়া। পাশাপাশি তার বয়ানেও বিস্তর অসঙ্গতি মিলেছে। জেরায় এক সময় কান্নায় ভেঙে পড়ে সে স্বীকার করেছে, মা এবং তার প্রেমিককে ফাঁসানোর জন্যই নাটকীয় প্লট তৈরি করেছিল। আসলে  মায়ের একাধিক পুরুষ বন্ধু থাকার কথা সে জানতে পেরেছিল। আর সেজন্যই দু’জনকে ফাঁসাতে চেয়েছিল সে। যার নিট ফল, রীতিমতো পরিকল্পনা করে ঘরে নিজেই আগুন লাগিয়ে মা ও তার বন্ধুর নাম জড়িয়েছিল মেয়েটি।

পুলিশ তদন্তে আরও জানতে পারে, মায়ের ফোন ক্লোন করেছিল ওই নাবালিকা। তাই সেই ফোনের সমস্ত তথ্য তার ফোন থেকে গিয়েছিল। এছাড়া সে নিজের মনগড়া একটা ভুয়ো মেসেজের প্লেট তৈরি করে। সেখানে মা এবং পুরুষ বন্ধু কথোপথনের বিস্তারিত বিবরণ ছিল, কীভাবে মেয়েকে পৃথিবী থেকে সরানো হবে তা নিয়ে। সেই ভুয়ো কথপোকথনে স্ক্রিনশট নিয়ে মেয়েটি পুলিশের কাছে যায়।
একটি বিষয় পুলিশ কর্তাদের অবাক করেছে। আর তা হল ওইটুকু মেয়ের টেকনোলজির জ্ঞান এবং গল্প বানানোর বুদ্ধি। মেয়েটির সঙ্গে দিনভর কথা বলে পুলিশ কর্তারা নিশ্চিত, এই ঘটনায় মা এবং তার পুরুষ বন্ধুর কোনও যোগাযোগ নেই।

কিন্তু প্রশ্ন উঠেছে, কেন মেয়েটি এই প্লট সাজাতে গেল? মনোবিদদের একাংশের ধারণা, মেয়েটি হয়ত মাতৃস্নেহ থেকে ছোটবেলা থেকেই বঞ্চিত। সেই কারণেই মায়ের প্রতি তার একটা ক্ষোভ থাকতে পারে। পাশাপাশি মায়ের একাধিক পুরুষ বন্ধু থাকার বিষয়টিও সে ভালোভাবে মেনে নিতে পারেনি। তাই মা ও তার ওই পুরুষ বন্ধুকে ফাঁদে ফেলার জন্য এই গল্প সাজিয়েছে। তাকে এ ব্যাপারে অন্য কেউ সাহায্য করেছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।  আপাতত মেয়েটিকে হোমে পাঠানো হয়েছে।
সূত্রের খবর, গত মার্চ মাসে এই প্রেমিকের সঙ্গে পরিচয় হয় খাদ্য দফতরের কর্মী ওই মহিলার৷ চ্যাটিং অ্যাপে মা এবং তাঁর প্রেমিকের কথোপকথন শুনে ফেলে মেয়েটি। এরপরই রীতিমতো প্লট সাজিয়ে হরিদেবপুর থানায় যায় কিশোরী৷ঘটনার কথা জেনে শিউরে উঠছেন কিশোরীর প্রতিবেশীরাও৷

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version