Thursday, November 13, 2025

মানিক বাবুর জন্মদিনে কেমন আছে ১০০ নং গড়পার রোড? ঘুরে দেখলেন কুণাল

Date:

২ মে তারিখটা ক্যালেন্ডারের পাতায় একগুচ্ছ নস্টালজিয়া নিয়ে ফিরে আসে প্রতিবার । শতবর্ষ পেরিয়ে আজও অমলিন সত্যজিৎ। বাংলা চলচ্চিত্র জগতের মহারাজার জন্মদিনে (Satyajit Ray Birthday)তাঁকে সেলাম জানাতে প্রত্যেক বছরের মতো এই বছরেও সেজে উঠেছে ১০০ নং গড়পার রোড, সত্যজিতের জন্মস্থান। এখন অবশ্য তা ‘এথেনিয়াম ইন্সটিটিউট’ (Athenaeum Institution)। মানিকবাবুর জন্মদিনে সেখানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সেখানে পৌঁছে উপেন্দ্রকিশোর রায়চৌধুরি, সুকুমার রায়, সত্যজিৎ রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি ডা. অশোক রায় (Doctor Ashoke Roy), স্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু ঘোষ।

রায় পরিবারের স্মৃতি বিজরিত এই ঠিকানার গুরুত্ব প্রতিটি বাঙালির কাছে অতুলনীয়। ১৯২১ সালে এই বাড়িতেই জন্ম সত্যজিতের। ১৯১৪-১৫ নাগাদ গড়পার রোডের বাড়িটি তৈরি করেন উপেন্দ্রকিশোর। বাঙালির কাছে এই ঠিকানা যেন সাহিত্য সংস্কৃতির পীঠস্থান। কালের নিয়মে আজ তা ‘এথেনিয়াম ইন্সটিটিউট’। এদিন বক্তব্যের শুরুতে এই কথাই উল্লেখ করেন কুণাল ঘোষ। তিনি জানান বিশ্ববরেণ্য সত্যজিৎ রায়ের জন্মদিনের অনুষ্ঠানে অন্যান্য বিভিন্ন স্কুল থেকেও শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রীরা এসে উপস্থিত হন। ছোটবেলার গুপী বাঘা থেকে কৈশোরের ফেলুদাকে বাঙালি মননে পাকাপাকি জায়গায় বসিয়ে দিয়েছেন মানিকবাবু। কুণাল ঘোষের কথায় ফিরে এল নস্টালজিয়া। বাবুরাম সাপুড়ে থেকে সন্দেশ- সুকুমার রায় মানেই ফেলে আসা ছেলেবেলা। সত্যজিতের স্মৃতি চারণায় কুণালের কথায় ‘এথেনিয়াম ইন্সটিটিউটের গুরুত্বের কথা শোনা যায়। তিনি বলেন সংস্কৃতি থেকে সাহিত্য সবকিছুতেই বারবার ফিরে আসে এই স্থানের নাম। আগামী প্রজন্মকে ফেলুদা , ফটিকচাঁদের নেশা ধরিয়ে দেওয়ার দায়িত্বের কথা মনে করান তিনি। তাঁর কথায় ধরে পড়ে পথের পাঁচালীর দৃশ্য।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন ঐতিহ্যবাহী এথেনিয়াম ইন্সটিটিউটে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কমছে। অথচ এখানে যথেষ্ট ভাল ভাল শিক্ষক শিক্ষিকারা আছেন। মঞ্চ থেকেই কুণাল বলেন টাকী বয়েস স্কুলের কাছেও অনুরোধ তাদের আসন সম্পূর্ণ হয়ে গেলে তাঁরাও যেন এই ‘এথেনিয়াম ইন্সটিটিউট’- এর কথা শিক্ষার্থীদের বলেন। তিনি জানান, যাতে পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পুরোটাই কো-এডুকেশন স্কুল করা যায় সেই নিয়ে তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলেছেন এবং যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখা হচ্ছে। এছাড়া আজকের অন্যতম আকর্ষণ ছিল সত্যজিতের প্রদর্শনী। ৭৬ বছর বয়সী নারায়ণ মুখোপাধ্যায় ১৯৯৭ সাল থেকে এই কাজ করছেন। তাঁর নানা কালেকশনও এদিন ঘুরে দেখেন কুণাল ঘোষ।


 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version