Wednesday, December 3, 2025

উঠে যাচ্ছে ফাঁ.সি? যন্ত্রণাহীন মৃ.ত্যুদন্ড দিতে কমিটি করল সরকার

Date:

Share post:

মৃত্যুদণ্ডে(Death Palanty) ফাঁসির চিরাচরিত ধারায় পরিবর্তন এনে কম যন্ত্রণাদায়ক কোনও উপায় অবলম্বন করা যায় কিনা সে বিষয়ে ভাবনাচিন্তা করার জন্য কেন্দ্রকে জানিয়েছিল দেশের শীর্ষ আদালত(Supreme Court)। সেই মামলায় মঙ্গলবার কেন্দ্রের(Central) তরফে শীর্ষ আদালতকে জানানো হল, মৃত্যুদণ্ড যাতে কম যন্ত্রণাদায়ক হয় এমন কোনও পন্থা খুঁজতে বিশেষজ্ঞ কমিটি গঠনের বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড় আগামী জুলাই মাসে এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।

ভারতে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আদালতের তরফে বলা হয় ‘To be hanged till death’ অর্থাৎ যতক্ষন না মৃত্যু হচ্ছে ততক্ষন ঝুলিয়ে রাখা হবে। নিষ্ঠুর এই ঘটনার বিরোধিতায় আদালতে মামলা দায়ের করেছিলেন ঋষি মালহোত্রা নামের এক আইনজীবী। তাঁর দাবি ছিল ফাঁসির এই পুরো প্রক্রিয়া অত্যন্ত অমানবিক ও জটিল। মৃত্যু নিশ্চিত করতে ফাঁসির পরও অপরাধীকে ৩০ মিনিট ধরে ঝুলিয়ে রাখা হয়। পৃথিবীর বহু দেশ মৃত্যুদণ্ডের এই নিষ্ঠুর পন্থা বন্ধ করেছে ইতিমধ্যেই। ভারতেও এটা বন্ধ হওয়া উচিত। মামলা দায়েরকারী মৃত্যুদণ্ডের পন্থা পরিবর্তন করে ইনজেকশন, গুলি করে হত্যা ও বিদ্যুতিক শকের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে পরামর্শ দেন যাতে অপেক্ষাকৃত কম কষ্টে মৃত্যুদণ্ড হয়।

এই মামলার প্রেক্ষিতেই কেন্দ্রকে শীর্ষ আদালত জানায় এই বিষয়ে কিছু ভাবনাচিন্তা করা যায় কিনা সেটা দেখুক সরকার। বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনা করতেও বলা হয় কেন্দ্রীয় সরকারকে। মঙ্গলবার এই মামলার শুনানিতে কেন্দ্রের তরফে জানানো হল এই ক্ষেত্রে বিশেষজ্ঞ কমিটি গঠনের বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার। এই সংক্রান্ত আইনে পরিবর্তন এনে মৃত্যুদণ্ডের শাস্তি অন্য উপায়ে দেওয়ার বিষয়ে আইনি পথ ধরে রাস্তা খুঁজছে।

spot_img

Related articles

বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিশেষভাবে সক্ষমদের সুবিধার্থে বিশেষ প্রকল্পের কথা স্মরণ মুখ্যমন্ত্রীর

প্রতিবছর ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস(International Day of Persons with Disabilities) হিসেবে পালিত হয়। জাতিসংঘের তত্ত্বাবধানে ১৯৯২ সাল...

‘স্মৃতি’ হারিয়ে ভক্তিপথে পলাশ! প্রেমানন্দজী মহারাজের আশ্রমে হাজির বলিউড সুরকার

ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানের (Smriti Mandhana) সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বিয়ের...

ভাঙন রোধে মোদি সরকার কিছু করেনি, ২০০ কোটি টাকা দিয়েছে রাজ্য: মালদহে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

মালদহ ও মুর্শিদাবাদের প্রধান সমস্যা গঙ্গা-ভাঙন। কিন্তু সেই ভাঙন (Erosion) রোধে কিছুই করেনি কেন্দ্রে বিজেপি (BJP) সরকার। বুধবার...

বকেয়া টাকা মেটানোর দাবিতে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের, খতিয়ান তুলে কেন্দ্রকে তোপ দোলার 

১০০ দিনের কাজ গ্রামীন আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে প্রাপ্য প্রায় ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। এর...