শ্রমিকদের প্রবল চাপের মুখে অবশেষে নতি স্বীকার করল তামিলনাড়ু সরকার(Tamilnadu Govt)। গতমাসে শ্রমিকদের কাজের সময় বাড়িয়ে যে আইন পাস করা হয়েছিল তা প্রত্যাহার করে নিল স্ট্যালিন সরকার(Stalin)। ফলে ১২ ঘন্টা নয়, অতীতের মত ৮ ঘণ্টাই কাজ করবেন তামিলনাড়ুর শ্রমিকরা(Workers)। মে দিবসেই রাজ্যের শ্রমিকদের এই সুখবর দেয় তামিলনাড়ু সরকার।

রাজ্যে বিনিয়োগ টানতে গত এপ্রিম মাসে নয়া আইন পাস করা হয়েছিল তামিলনাড়ু সরকারের তরফে। যেখানে বলা হয়, প্রতিদিন ৮ ঘণ্টার পরিবর্তে ১২ ঘণ্টা কাজ করতে হবে শ্রমিকদের। যদিও নয়া ব্যবস্থায় সপ্তাহে মাত্র ৪ দিন কাজ করবেন শ্রমিকরা। বাকি ৩ দিন দিন ছুটি পাবেন তাঁরা। যদিও শুরু থেকেই এই আইনের বিরোধিতায় সরব হয়েছিল দক্ষিণের এই রাজ্যের শ্রমিক সংগঠনগুলি। শ্রমিকদের প্রবল চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত আইন পাশের ৮ দিনের মাথায় তা প্রত্যাহার করে নিল সরকার।

মে দিবস উপলক্ষে একটি সভায় উপস্থিত হয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন বলেন, শ্রমিকদের স্বার্থে নয়া আইন প্রত্যাহার করা হচ্ছে। বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, “আইন প্রণয়নের পাশাপাশি আইন প্রত্যাহার করতেও সৎ সাহস লাগে। তাই গর্বের সঙ্গেই শ্রমিক আইন প্রত্যাহার করছি। সংগঠনগুলির প্রতিবাদের মাত্র দু’দিনের মধ্যেই আইনটি প্রত্যাহার করে নেওয়া হল।” উল্লেখ্য, বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও রাজ্যসভায় ধ্বনিভোটে পাস করা হয়েছিল এই আইন। যদিও সরকারের তরফে পরে জানানো হয়, আইন কার্যকর করার প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হচ্ছে। তার কয়েকদিন পরেই আইন প্রত্যাহার করলেন মুখ্যমন্ত্রী।
