Sunday, November 16, 2025

শুধুমাত্র জরিমানা করে এই ঘটনা থামানো যাবে না, কোহলি-গম্ভীর বিতর্কে মন্তব্য গাভাসকারের

Date:

গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি দ্বৈরথের জল ইতিমধ্যেই অনেকটা দুর গড়িয়ে গিয়েছে। কেউ বলছেন সম্পূর্ণ দোষটাই বিরাট কোহলির, কেউ আবার বলছেন যে গৌতম গম্ভীর নাকি আগ বাড়িয়ে ঝামেলা করতে এসেছেন। ২০২৩ আইপিএল টুর্নামেন্টে এই বিতর্কে আগুন যখন গোটা দেশকে উত্তপ্ত করতে শুরু করেছে, ঠিক সেইসময় বিতর্কের আগুনে ঘি ঢাললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার। তিনি স্পষ্ট জানিয়েছেন যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই দুই ক্রিকেটারকে যতই মোটা অঙ্কের আর্থিক জরিমানা করুক না কেন, এদের স্বভাব কোনওদিনও বদলাবে না।

মঙ্গলবার বিসিসিআই আইপিএল টুর্নামেন্টের শৃঙ্খলাভঙ্গের কারণে কোহলি এবং গম্ভীরের সম্পূর্ণ ম্যাচ ফি কেটে নেয়। এরপরই একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় সুনীল গাভাসকার বললেন, ‘এই বিষয়ে আরও কঠিন পদক্ষেপ নেওয়া উচিত, যাতে আগামিদিনে এমন ঘটনার সাক্ষী আর না থাকতে হয়।ভারতের প্রাক্তন ক্রিকেটারের মতে, একমাত্র কয়েক ম্যাচ নির্বাসিত করলে তবেই ক্রিকেটারদের মধ্যে ভয় ঢুকবে।’

তিনি আরও বলেন, ‘আমি কিছুক্ষণ আগেই এই ঘটনাটির ভিজ্যুয়াল দেখলাম। গতকাল আমি ম্যাচটা সরাসরি দেখতে পারিনি। তবে দেখার পর খুব একটা ভালোও লাগল না। ১০০ শতাংশ ম্যাচ ফি কেটে আর কীই বা হবে?

১০০ শতাংশ ম্যাচ ফি আসলে কী? যদি বিরাট কোহলির কথাই ধরা যায় তাহলে ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে সম্ভাব্য ১৬টি ম্যাচ খেলে ১৭ কোটি টাকা পাবে। এরমধ্যে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচও রয়েছে। ফলে এক কোটি টাকা ওখান থেকে যদি বাদও যায়, তাহলে কি খুব বড় একটা পার্থক্য তৈরি হবে? ১ কোটির কিছুটা বেশি টাকা ওকে জরিমানা করা হয়েছে। এটা খুবই হাস্যকর একটা জরিমানা।’

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, ‘গম্ভীরের পরিস্থিতিটা ঠিক কেমন ছিল, সেটা অবশ্য আমি জানি না। তবে ওদের এটা নিশ্চিত করতে হবে যে এমন ঘটনার পুনরাবৃত্তি আর করবে না। আপনি হয়ত মনে করছেন, এত বেশি অঙ্কের একটা আর্থিক জরিমানার পর হয়ত এমন ঘটনা আর ঘটবে না। চলতি মরশুমের প্রথম লেগে যখন এই দুটো দল একে অপরের মুখোমুখি খেলতে নেমেছিল, তখনও প্রায় একইরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে সেইসময় কেউ অবশ্য কারোর দিকে তেড়ে আসেনি। সবসময় একটা কথা মাথায় রাখা উচিত যে যেহেতু তোমাকে টেলিভিশনের পর্দায় দেখতে পাওয়া যাচ্ছে, সেকারণেই তোমার আরও সংযত থাকা দরকার।’

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version