Sunday, November 9, 2025

জনজোয়ারে অভিষেক, আশীর্বাদ-ভালবাসায় বাড়ছে হাতে ব্যান্ডেডের সংখ্যা

Date:

Share post:

২৫ এপ্রিল কোচবিহার দিয়ে শুরু করেছে জনসংযোগ যাত্রা। সেই জনসংযোগ যাত্রার ১০ দিন হতে চলেছে আগামিকাল বৃহস্পতিবার। ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে মানুষের ভিড়ে মিশে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁকে এক ঝলক দেখতে রাস্তার দুধারে মানুষের ঢল। নিরাপত্তার সব বেড়া ভেঙে এগিয়ে চলেছেন অভিষেক। শিশুদের দেখলে জড়িয়ে ধরছেন। কখনও কোলে, কাঁধে তুলে নিচ্ছেন, হাত মেলাচ্ছেন মানুষের সঙ্গে।

এদিকে উত্তরবঙ্গে অভিষেকের জনসংযোগ যত এগিয়েছে, ততই দেখা যাচ্ছে, তাঁর হাতের আঙুলে বেড়েছে ব্যান্ডডের সংখ্যা। সংখ্যাটা বাড়তে বাড়তে গিয়ে পৌঁছেছে তিন-চারে। কিন্তু কেনই বা ব্যান্ডেড পড়েছে অভিষেকের হাতে?

জানা গিয়েছে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে মানুষের ভিড়ে মিশে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঞ্চ থেকে নেমে সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কখনও আবার গাড়ির ছাদে উঠেছেন। স্থানীয় বাসিন্দার বাড়িতে পাত পেড়ে মাছ-ভাত খেয়েছেন। চা খেয়েছেন বাড়ির উঠোনে বসে। নীবিড় জনসংযোগে সব জায়গাতে মানুষের ভিড়ে মিশে যাচ্ছেন অভিষেক। তাঁকে দেখতে উৎসাহী জনতার ভিড় রাস্তাজুড়ে। রাস্তা ধরে এগোতে এগোতে হাত মেলাচ্ছেন সবার সঙ্গে। কেউ কেউ আবার ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে প্রিয় নেতার হাত ধরে টেনে ফেলছেন। ফলে চোট লেগে যাচ্ছে অভিষেকের হাতের আঙুলে। কখনও আবার হাতের নখ লেগেও কেটে যাচ্ছে। সবমিলিয়ে অভিষেকের হাতে বেড়ে চলেছে ব্যান্ডেড-এর সংখ্যা। সেই সংখ্যাটা পৌঁছেছে তিন-চারে!

প্রসঙ্গত, নবজোয়ার কর্মসূচি নিয়ে জনসংযোগ যাত্রা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপধ্যায়। কোচবিহার থেকে উত্তর দিনাজপুর- প্রত্যেকটি সভায় ভিড় উপচে পড়েছে।  বৃহস্পতিবার, মালদহের সভা দিয়ে তাঁর উত্তরবঙ্গ সফর শেষ হবে। সেখানেই ইংলিশ বাজারে বিকেল ৪টে নাগাদ জনসভায় অভিষেকের সঙ্গে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সভায় বক্তব্যও রাখবেন তৃণমূল সুপ্রিমো। জেলা সফরে বুধবারই মালদহে রওনা দিয়েছেন মমতা। বৃহস্পতিবার, প্রশাসনিক বৈঠক। তৃণমূল সূত্রে খবর, তারপর বিকেলে ইংলিশ বাজারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে জনসভায় উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন- দুর্গাপুজো নিয়ে বি.তর্কিত মন্তব্য, বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের গর্গ চট্টোপাধ্যায়ের

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...