Monday, August 25, 2025

নিয়োগ দু.র্নীতির টাকা দিনমজুরদের অ্যাকাউন্টেও! ধৃত শান্তনুর বিরুদ্ধে ইডির হাতে বি.স্ফোরক তথ্য

Date:

নিয়োগ দুর্নীতি মামলায় (Teacher Recruitment Scam) ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Shantanu Bandopadhyay) বিরুদ্ধে এবার বিস্ফোরক তথ্য উঠে এল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (Enforcement Directorate) হাতে। ইডি সূত্রে খবর, নিজের পরিবার ও ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে টাকা রেখেও জায়গা হচ্ছিল না। আর সেকারণেই খেটে খাওয়া দিনমজুরদের (Day Labor) অ্যাকাউন্টও ধার করতে হয়েছিল তাঁকে।

ইডির অভিযোগ, দিনমজুরদের দিয়ে জোর করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলিয়েছিলেন শান্তনু। তাঁদের দিয়ে জোর করে চেকবুকে সই করিয়ে নিতেন। তারপর দিনমজুরদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুর্নীতির টাকা লুকিয়ে রাখতেন শান্তনু। উল্লেখ্য, শান্তনুর বাড়ি থেকে ৩০০ জন চাকরিপ্রার্থীর যে তালিকা মিলেছিল তার বাইরে আরও ২৬ জনের তালিকা পেয়েছে ইডি। সেটি প্রাইমারি (Primary) ও আপার প্রাইমারির (Upper Primary) চাকরিপ্রার্থীদের তালিকা। এই ২৬ জনের চাকরি করিয়ে দেওয়ার নাম করে ১ কোটি ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন শান্তনু। আর সেই টাকা দিনমজুরদের অ্যাকাউন্টে লুকিয়ে রেখেছিলেন।

পাশাপাশি ইডির তদন্তে আরও উঠে এসেছে, শান্তনু নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে কালো টাকা সাদা করার জন্য অন্যদের কোম্পানিরও সাহায্য নিয়েছে। অন্য একজনের একটি কনস্ট্রাকশন কোম্পানিকে (Construction Company) রাজনৈতিক প্রভাব খাটিয়ে টেন্ডার পাইয়ে দিতেন শান্তনু এবং সেই কোম্পানির অ্যাকাউন্টকে কালো টাকা সাদা করার জন্য ‘ফান্ড রুট’ হিসাবে ব্যবহার করতেন শান্তনু। আর সেকারণেই শান্তনুর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কোনও ব্যাঙ্ক আধিকারিক কিংবা কর্মীর হাত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

 

 

Related articles

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...

এর থেকে বড় খুন আর কোনটা: মৃত পরিযায়ী গোলামের গ্রামে গণমঞ্চ

বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলেছে তার প্রতিবাদ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হয়েছে।...

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...
Exit mobile version